Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ডায়াবিটিস মানেই আতঙ্ক । টাইপ 1, 2 এবং 3 ডায়াবিটিসের নাম মোটামুটি সকলের জানা । এখন হঠাৎ করেই টাইপ 5 ডায়াবিটিস নিয়ে চর্চা শুরু হয়েছে । শুধু চর্চাই নয় এর মারাত্মক রূপ দেখা যাচ্ছে ৷ ‘ইন্টারন্যাশনাল ডায়াবিটিস ফাউন্ডেশন‘ বেশ কয়েকদিন ধরেই এই রোগটি নিয়ে সতর্ক করছে । তাঁরা জানিয়েছে, নতুন রকমের এই ডায়াবিটিসে নাকি শুধুমাত্র শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে । বিশ্ব জুড়ে এখনও অবধি 2 থেকে 3 কোটি শিশুর মধ্যে এই ধরনের ডায়াবেটিস ধরা পড়েছে ।
কী এই টাইপ 5 ডায়াবেটিস ?
এই ধরণের ডায়াবেটিস যা একটি একক জিনের পরিবর্তনের ফলে ঘটে । এই পরিবর্তনের ফলে অগ্ন্যাশয়ের বিটা কোষগুলি অস্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে, যারফলে ইনসুলিনের অপর্যাপ্ত উৎপাদন হয় । কিছু ক্ষেত্রে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় । এছাড়াও অগ্ন্যাশয় পর্যাপ্ত পরিমাণে হজমকারী এনজাইম তৈরি নাও করতে পারে ।
ডায়াবেটিস বলতে যা ধারণা ছিল এত দিন, এই রোগটি তার থেকে আলাদা । সহজ করে বললে, টাইপ 1 ডায়াবিটিস হল অটোইমিউন ডিজঅর্ডার । মূলত জিনগত সমস্যার জন্য হয় এটি । অগ্ন্যাশয়ে অবস্থিত ইনসুলিন উৎপাদনকারী কোষগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে যখন মানুষের শরীরে ইনসুলিন উৎপাদন একেবারেই বন্ধ হয়ে যায় তখন এই অবস্থাকে টাইপ 1 ডায়াবেটিস বলা হয় ।
আরও পড়ুন:- 1 জুলাই কেন পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস ? জেনে নিন ইতিহাস
টাইপ 2 ডায়াবেটিস হয় খাদ্যাভ্যাস বা ওজন সংক্রান্ত কারনের জন্য ৷ এক্ষেত্রে ইনসুলিন উৎপাদনকারী কোষগুলি ক্ষতিগ্রস্থ হয় না ৷ কিন্তু শরীর ইনসুলিন গ্রহণে বাধা সৃষ্টি করে ৷
টাইপ 3 ডায়াবেটিস মস্তিষ্কের ক্ষতি সৃষ্টি করে ৷ এই ডায়াবেটিসগুলি সকলেরই জানা ৷ কিন্তু টাইপ 5-এর ক্ষেত্রে এইসব কিছুই হয় না ৷ এটি সাধারনত অপুষ্টির কারণে হয়ে থাকে ৷ অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, সঠিক পুষ্টির অভাবে শরীরে ইনসুলিন তৈরিই হতে পারে না । তখন রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে । ইন্টারন্যাশনাল ডায়াবিটিস ফাউন্ডেশন-এর গবেষণায় জানা যায় এই ডায়াবেটিস হঠাৎ করে দেখা দেয় না ৷ শিশু জন্মের পর থেকে বহুদিন ধরে অপুষ্টির শিকার হলে এই ডায়াবেটিসে আক্রান্ত হয় ৷ ভারত, আফ্রিকার মতো দেশে টাইপ 5 ডায়াবিটিসে আক্রান্ত শিশুর সংখ্যা বেশি বলেই জানিয়েছেন গবেষকেরা । সচেতনতার অভাবে এই রোগটি ধরাই পড়েনি এতদিন ।
https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC8598366/
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)
আরও পড়ুন:- মাটির নিচে ফাটবে এমন মিসাইল বানাচ্ছে ভারত, ভয়ে ঘুম হারাম চিন-পাকিস্তানের