সর্ষের তেল খাঁটি না ভেজাল, চেনার সহজ উপায় জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রান্নায় সর্ষের তেল লাগেই। তাই সর্ষের তেলের চাহিদা রয়েছেই।

বাজারে বিভিন্ন কোম্পানির সর্ষের তেল পাওয়া যায়। সেই মতো নিজের পছন্দের ব্র্যান্ডের সর্ষের তেল কিনে থাকেন সকলে। 

তবে অনেক সময়ই বাজার থেকে কেনা সর্ষের তেল ভেজাল হয়।

কীভাবে বুঝবেন সর্ষের তেল খাঁটি না ভেজাল? সহজ ট্রিকস রইল…

সর্ষের তেল কিনে তা বোতলে ঢেলে ফ্রিজে রেখে দিন।

৩-৫ ঘণ্টা পর যদি দেখেন বোতলের তলায় ঘন কোনও তেল জমা হয়, তা হলে বুঝবেন তা ভেজাল।

ব্লটিং পেপারে কয়েক ফোঁটা সর্ষের তেল ফেলুন। যদি দেখেন ব্লটিং পেপারে গাঢ় কালচে ছোপ পড়ছে, তা হলে বুঝবেন তেল ভেজাল।

সর্ষের তেলে যদি হাল্কা, মিষ্টি সুগন্ধির মতো গন্ধ আসছে, তা হলে বুঝবেন ভেজাল মেশানো আছে।

আরও পড়ুন:- মাটির নিচে ফাটবে এমন মিসাইল বানাচ্ছে ভারত, ভয়ে ঘুম হারাম চিন-পাকিস্তানের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন