চাকরি বা ব্যবসা নয় ? তবুও প্রতি মাসে ৭০,০০০ টাকা আয়ের বাস্তবসম্মত উপায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বর্তমান সময়ে অনেকেই চাকরি বা ব্যবসার বাইরে বিকল্প আয়ের উৎস খুঁজে চলেছেন। অনেক সময় চাকরি ছেড়ে দিতে হয় পারিবারিক কারণ বা ব্যক্তিগত পছন্দে। আবার অনেকেই আছেন তারা ব্যবসার ঝুঁকি নিতে চান না। তাহলে কি আপনার আয় বন্ধ হয়ে যাবে? একেবারেই নয়। একটু স্মার্ট পরিকল্পনা আর ধৈর্য থাকলে, ঘরে বসেই আপনি প্রতি মাসে ৭০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন। কীভাবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ।

আরও পড়ুন : শিয়ালদা বিভাগে যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত লোকাল ট্রেন, কোন কোন রুটে? জেনে নিন

SWP: মাসিক আয়ের স্মার্ট ও নির্ভরযোগ্য উপায়

SWP বা Systematic Withdrawal Plan হলো এমন একটি আর্থিক পদ্ধতি যেখানে আপনি আপনার বিনিয়োগ করা মূলধন থেকে প্রতি মাসে নির্ধারিত পরিমাণ অর্থ তুলতে সরাসরি তুলতে পারেন। চাকরি বা ব্যবসা না থাকলেও এটি আপনার জন্য মাসিক ইনকামের একটি স্থির ও নির্ভরযোগ্য উৎস হতে চলেছে।

SWP কীভাবে কাজ করে?

Systematic Withdrawal Plan মূলত মিউচুয়াল ফান্ডের একটি সুবিধা যেখানে আপনি মাসে মাসে নির্ধারিত অর্থ সরাসরি তুলতে পারবেন। আপনি একটি নির্দিষ্ট তহবিলে টাকা বিনিয়োগ করেন এবং এরপর সেই বিনিয়োগ থেকে মাসিক নির্ধারিত অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। এটি এক প্রকার স্বয়ংক্রিয় বেতন ব্যবস্থার মতোই।

মাসে ৭০,০০০ টাকা আয় করতে কত টাকা বিনিয়োগ দরকার?

আপনি যদি প্রতি মাসে ৭০,০০০ টাকা ইনকাম করতে চান এবং বার্ষিক গড় রিটার্ন ধরা হয় ৭%, তাহলে প্রায় ১.২ কোটি টাকার বিনিয়োগ করা প্রয়োজন। তবে যদি আপনি ছোট সময়ের জন্য অর্থাৎ ১-২ বছরের জন্য এই আয় চান, তাহলে ৯-১০ লক্ষ টাকা বিনিয়োগ করেও শুরু করা সম্ভব হবে।

উদাহরণস্বরূপ, ধরুন আপনি ১.২ কোটি টাকা বিনিয়োগ করেছেন এবং বার্ষিক ৭% রিটার্ন পেয়েছেন। প্রতি মাসে আপনি ৭০,০০০ টাকা তুললে আপনার মূলধন দীর্ঘ সময় ধরে থাকবে। তবে আপনি যদি ৯-১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে হয়তো মাত্র ১ বছরের জন্য মাসিক আয় করতে পাবেন। এই সময়ের মধ্যে আপনি চাইলে আবার কাজও শুরু করতে পারেন।

আরও পড়ুন : পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।

আরও পড়ুন : ছক্কা হাঁকালেন শুভেন্দু ! হেরে ভূত তৃণমূল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন