শুধু ডিএ নয়, সপ্তম বেতন কমিশনের দাবি রাজ্য সরকারি কর্মীদের, কবে থেকে লাগু করার আর্জি ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

রাজ্য সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির লড়াইয়ের পাশাপাশি এবার সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) গঠনের দাবি জানালেন। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সম্প্রতি এই নতুন দাবি পেশ করা হয়েছে, যা রাজ্য সরকারের উপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে। আসুন, এই দাবির বিস্তারিত জেনে নেওয়া যাক।

আরও পড়ুন : শিয়ালদা বিভাগে যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত লোকাল ট্রেন, কোন কোন রুটে? জেনে নিন

সপ্তম বেতন কমিশনের দাবি কেন?

রাজ্য সরকারি কর্মীদের সংগঠন, সংগ্রামী যৌথ মঞ্চ, ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই সপ্তম বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছে। তাদের মতে, ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর মাসে শেষ হতে চলেছে। তাই, তারা চায় যে অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন করা হোক এবং ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই তার সুপারিশ কার্যকর করা হোক।

মূল দাবিগুলি কী কী?

সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে দাবিগুলি জানানো হয়েছে, সেগুলি হল:

  • অবিলম্বে কমিশন গঠন: অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে।
  • রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা: এই কমিশনকে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে হবে।
  • কার্যকরের সময়: কমিশনের সুপারিশগুলি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করতে হবে।
  • অন্তর্বর্তীকালীন সুরাহা (Interim Relief): যদি কোনও কারণে সপ্তম বেতন কমিশনের রিপোর্ট পেশ করতে দেরি হয়, তবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে মূল বেতনের ৫০ শতাংশ অন্তর্বর্তীকালীন সুরাহা (IR) হিসেবে দিতে হবে।
  • কমিশনের নেতৃত্বে কে থাকবেন?: কর্মীদের দাবি, সপ্তম বেতন কমিশনের মাথায় কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে রাখতে হবে। তাদের অভিযোগ, ষষ্ঠ বেতন কমিশনে এই নিয়ম না মানার ফলে কর্মীদের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে।

আরও পড়ুন : পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।

আরও পড়ুন : ছক্কা হাঁকালেন শুভেন্দু ! হেরে ভূত তৃণমূল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন