Bangla News Dunia, Pallab : ভারতে ডিজিটাল লেনদেনের গতি প্রতিদিন বেড়েই চলেছে। ব্যাঙ্ক থেকে শুরু করে বাজার—সর্বত্র এখন মোবাইল ফোন দিয়েই টাকা পাঠানো ও গ্রহণের সুবিধা হয়ে উঠেছে অত্যন্ত সাধারণ বিষয়। এবার সেই ডিজিটাল বিপ্লবে নতুন সংযোজন হতে চলেছে ভারতীয় ডাকঘর (India Post)। খুব শীঘ্রই সারা দেশের সমস্ত ডাকঘর থেকে UPI (Unified Payments Interface) পরিষেবার সুবিধা পাওয়া যাবে। এই পদক্ষেপের ফলে, গ্রামীণ এবং শহরাঞ্চলের ডাকঘরগুলোতে আর নগদ টাকা বা চেক নিয়ে আসার প্রয়োজন হবে না।
আরও পড়ুন : শিয়ালদা বিভাগে যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত লোকাল ট্রেন, কোন কোন রুটে? জেনে নিন
ডাকঘর ডিজিটাল যুগে প্রবেশ করছে
ভারতীয় পোস্ট অফিসে ইতিমধ্যেই বহু সরকারি আধুনিক প্রকল্পের সাথে যুক্ত হয়েছে। গ্রামীণ অর্থনীতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ করতে ডাকঘরগুলিকে আরও উন্নত ও প্রযুক্তিনির্ভর করা হচ্ছে। এই নতুন UPI পরিষেবা তারই বড় উদাহরণ। আগষ্ট মাস থেকে এই পরিষেবা পুরো দেশব্যাপী চালু হবে বলে ডাক বিভাগের তরফ থেকে জানানো হয়েছে।
কর্ণাটক থেকে সাফল্যের শুরু
প্রাথমিকভাবে কর্ণাটকের মহীশূর এবং বাগলকোট জেলার কিছু ডাকঘরে পরীক্ষামূলকভাবে এই UPI পরিষেবা চালু করা হয়েছিল। সেখানকার বাসিন্দারা মোবাইল UPI অ্যাপ ব্যবহার করে সহজেই ডাক পরিষেবার ফি প্রদান করেছেন। নগদ টাকা নিয়ে আসার ঝামেলা কমেছে এবং লেনদেনের সময়ও অনেকটা কমে গেছে। এই সফল পরীক্ষার পরেই সারা দেশে এই পরিষেবা ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন : পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।
আরও পড়ুন : ছক্কা হাঁকালেন শুভেন্দু ! হেরে ভূত তৃণমূল