বিনা পরিশ্রমে প্রতিমাসে আয় হবে 60,000 টাকা ! বুদ্ধি খাটিয়ে একটি টেকনিক মানলেই কেল্লাফতে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : চাকরি অথবা ব্যবসা কোন কিছুর সাথে যুক্ত না থেকেই টাকা রোজগার করার দুর্দান্ত পদ্ধতি SWP. যাকে বলা হয় সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান (Systematic Withdrawal Plan) বর্তমানে প্রত্যেকটি মানুষ টাকা রোজগার নিয়ে চিন্তিত। কিভাবে আরো একটু বেশি টাকা আয় করা যায়, সেই চেষ্টায় নিরন্তর ছুটে চলেছেন। নিজ চাকরির সঙ্গে ব্যবসা অথবা পার্ট টাইম কাজেও যুক্ত থাকছেন। তবে এতকিছুর মধ্যে যদি নিশ্চিন্তে রোজগার করতে চান বাড়ি বসে তাহলে আজকে এই প্রতিবেদন মন দিয়ে পড়ে নিন।

আরও পড়ুন : শিয়ালদা বিভাগে যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত লোকাল ট্রেন, কোন কোন রুটে? জেনে নিন

What Is SWP Investment?

আজকে আমরা একটি স্মার্ট পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। অনেকেই আছেন যারা এই বিষয়ে বিস্তারিত জানেন না। আপনি চাইলে চাকরি না করেও প্রতিমাসে ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা কামাতে পারবেন। তবে তার জন্য আপনাকে যুক্ত হতে হবে SWP তে। এটি হল একটি দারুন পরিকল্পনা যার মাধ্যমে কাজ না করেও স্থায়ী রিটার্ন পাওয়ার সম্ভব। এর জন্য আপনার সঠিক তহবিল থাকতে হবে আর ঠিক ভাবে বিনিয়োগ করতে হবে।

কিভাবে বিনিয়োগ করলে লাভ পাবেন?

প্রতিমাসে মোটামুটি ৬০-৭০ হাজার টাকা আয় হলে যেকোনো মানুষের হেসে খেলে চলে যায়। কিন্তু তার জন্য দরকার প্রয়োজনীয় পরিকল্পনা। আপনি যদি স্মার্টলি আর্থিক পরিকল্পনা করেন তাহলে কোন টেনশন ছাড়াই প্রত্যেক মাসে হাতে আসবে মোটা টাকা। আর আপনি দারুণভাবে আপনার জীবন প্রবাহ কাটাতে পারবেন। তবে তার আগে SWP সম্পর্কে জেনে নেওয়া জরুরি।

অল্প সময়ের জন্য বিনিয়োগে কিরম লাভ?

এই বিনিয়োগ পরিকল্পনাতে আপনি অল্প সময়ের জন্যও বিনিয়োগ করতে পারেন। এবার যদি কেউ মাত্র এক বছরের জন্য প্রত্যেক মাসে মাসে ৬০-৭০ হাজার টাকা তুলতে চান এবং এক বছরের মধ্যে ফের কাজ শুরু করতে চান, তাহলে তার জন্য আপনাকে প্রায় ১.২ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। শুধুমাত্র টাকা উত্তোলন করতে চাইলে আর প্রতিমাসে ৭০ হাজার টাকা তুলতে হলে আপনাকে একটি সঞ্চয় বা আমানত প্রকল্পে ৯ লাখ টাকা জমা করতে হবে। তারপর সেখান থেকে আপনি এক বছরের জন্য প্রত্যেক মাসে টাকা তুলতে পারবেন।

আরও পড়ুন : পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।

আরও পড়ুন : ছক্কা হাঁকালেন শুভেন্দু ! হেরে ভূত তৃণমূল

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন