Bangla News Dunia, বাপ্পাদিত্য:- একাদশতম সভাপতি পেতে চলেছে বঙ্গ বিজেপি ৷ ছাব্বিশের ভোটের আগে এরাজ্যে বিজেপির ব্যাটন যাচ্ছে শমীক ভট্টাচার্যের হাতে ৷ রাজ্যসভার এই সাংসদ বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার ৷
মঙ্গলবার পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি নির্বাচনের নোটিফিকেশন জারি করা হয় ৷ সেই নোটিফিকেশন অনুযায়ী, বুধবার দুপুর 2টো থেকে বিকেল 4টের মধ্যে ছিল মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা ৷ সেই সময়ের মধ্যে সভাপতি পদে মনোনয়ন জমা দেন শমীক ৷ আরও একজন মনোনয়ন জমা দেন ৷ পদ্ধতিগত ত্রুটির কারণে সেই মনোনয়ন বাতিল হয় ৷ ফলে শমীকের নাম সভাপতি হিসেবে ঘোষণা হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ৷
মনোনয়ন জমা দিচ্ছেন শমীক ভট্টাচার্য
বিজেপির বিবৃতি
এদিন বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের রিটার্নিং অফিসার তথা বিধায়ক দীপক বর্মনের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয় ৷ সেখানে জানানো হয়, বঙ্গ বিজেপির ‘সংগঠন পর্ব-2024’ শুরু হয়েছিল গত বছর অগস্টে ৷ এদিন ছিল তার চূড়ান্ত পর্ব ৷ এদিন জাতীয় পরিষদের সদস্য হওয়ার জন্য 60 জন নেতা মনোনয়ন জমা দিয়েছেন ৷
আরও পড়ুন:- শিয়ালদা বিভাগে যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত লোকাল ট্রেন, কোন কোন রুটে? জেনে নিন
ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে রাজ্য সভাপতির পদে একটি মাত্র মনোনয়ন পদ্ধতিগতভাবে সঠিক হিসেবে জমা পড়েছে ৷ তা গৃহীত হয়েছে । আগামিকাল বৃহস্পতিবার সায়েন্স সিটিতে সভাপতি নির্বাচন উপলক্ষ্যে একটি অনুষ্ঠান করা হবে ৷ সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাচনী আধিকারিক তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদ-সহ অন্য নেতৃত্ব ৷ সেখানেই নয়া রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে ৷ পাশাপাশি জাতীয় পরিষদের সদস্যদের নামও ওই অনুষ্ঠান থেকে ঘোষণা করা হবে ।
রাজ্য সভাপতি পদে মনোনয়ন-পর্ব
এদিন দুপুরে মনোনয়ন জমা দেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য ৷ সেই সময় বিজেপির কার্যালয়ে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক তথা জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল ৷ এছাড়াও ছিলেন বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁদের উপস্থিতিতেই শমীক ভট্টাচার্য এই ভোটের নির্বাচনী অফিসার তথা বিধায়ক দীপক বর্মন এবং সহ-নির্বাচনী অফিসার বিজয় ওঝা ও মধুছন্দা করের হাতে মনোনয়নপত্র তুলে দেন ৷
পরে জানা যায় যে অম্বুজ মোহান্তি নামেও এক নেতা রাজ্য সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছিলেন ৷ তবে স্ক্রুটিনির সময় ত্রুটি ধরা পড়ায়, সেই মনোনয়ন বাতিল হয়ে যায় ৷
অতীতে বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব পেয়েছেন কোন কোন নেতা
বঙ্গ বিজেপির প্রথম সভাপতি ছিলেন হরিপদ ভারতী ৷ 1980 থেকে 1982 সাল তিনি ওই দায়িত্ব সামলেছেন ৷ দ্বিতীয় সভাপতি হন বিষ্ণুকান্ত শাস্ত্রী ৷ তিনি দুই দফায় এই দায়িত্ব সামলান ৷ প্রথম দফায় 1982 থেকে 1986 এবং দ্বিতীয় দফায় 1995 থেকে 1997 তিনি বিজেপির সভাপতি পদে ছিলেন ৷
এরাজ্যে বিজেপির তৃতীয় সভাপতির নাম সুকুমার বন্দ্যোপাধ্যায় ৷ তিনিও দুই দফায় বঙ্গ বিজেপির অধিনায়ক ছিলেন ৷ প্রথমে 1986 থেকে 1991 সাল এবং পরে 2006 থেকে 2008 সাল পর্যন্ত এই পদে ছিলেন ৷ তপন শিকদার ছিলেন বিজেপির চতুর্থ সভাপতি ৷ তিনিও দুই দফায় বিজেপির সভাপতিত্ব করেন ৷ 1991 থেকে 1995 এবং 1997 থেকে 1999 তিনি এরাজ্যে বিজেপির সভাপতি ছিলেন ৷
1999 সালে সভাপতি হন অসীম ঘোষ ৷ তিনি এরাজ্যে বিজেপির পঞ্চম সভাপতি ৷ 2002 সালে তাঁর বদলে তথাগত রায় (ষষ্ঠ সভাপতি)-কে দায়িত্ব দেওয়া হয় ৷ 2008 থেকে 2009 সাল পর্যন্ত বঙ্গ বিজেপির সভাপতি ছিলেন সত্যব্রত মুখোপাধ্যায় (সপ্তম) ৷ অষ্টম সভাপতি হিসেবে 2009 সালে দায়িত্ব পান রাহুল সিনহা ৷
মনোনয়ন জমা দিচ্ছেন শমীক ভট্টাচার্য
তাঁর জায়গায় 2015 সালে সভাপতি করা হয় দিলীপ ঘোষকে (নবম) ৷ তিনি 2021 সাল পর্যন্ত ওই পদে ছিলেন ৷ এর পর দায়িত্ব দেওয়া হয় সুকান্ত মজুমদারকে ৷ তিনি ছিলেন দশম সভাপতি ৷ এবার দায়িত্ব পেতে চলেছেন শমীক ভট্টাচার্য ৷
আরও পড়ুন:- GST নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, কমবে পোশাক, ইলেকট্রনিক্স সহ অনেক জিনিসের দাম
কোন চ্যালেঞ্জের মুখে পড়বেন সভাপতি শমীক ?
আগামী বছর, 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ৷ ফলে শমীক ভট্টাচার্যর কাছে প্রধান চ্যালেঞ্জ হবে এই ভোটে বিজেপিকে সাফল্য এনে দেওয়া ৷ এরাজ্যে বিধানসভার মোট আসন 294 ৷ এখানে সরকার গড়তে গেলে প্রয়োজন অন্তত 148 আসনে জয় ৷ 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় 18টি আসনে জয়ী হয় ৷ সেই ভোটের নিরিখে বিধানসভায় বিজেপি প্রায় 120টি আসনে এগিয়েছিল ৷ 2021 সালের বিধানসভা ভোটে সেই সংখ্যার থেকে 40-এর কম আসন, 77টিতে জয়ী হয় বিজেপি ৷
ঊনিশের ফলাফল বিজেপি চব্বিশের লোকসভা ভোটে ধরে রাখতে পারেনি ৷ এখন বাংলা থেকে লোকসভায় বিজেপির সাংসদ সংখ্যা 12 ৷ ওই ভোটের ফলের নিরিখে বাংলায় বিজেপির প্রায় 90টি বিধানসভা আসনে এগিয়ে ৷ এই পরিসংখ্যানকে মাপকাঠি ধরলে বাংলায় সরকার গড়তে হলে ছাব্বিশের ভোটে নয়া সভাপতির নেতৃত্বে বিজেপিকে আরও 60টি আসনে জিততে হবে ৷
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেটা সম্ভব করতে হলে বিজেপির নয়া সভাপতিকে প্রথমেই সংগঠনের ফাটল মেরামতে মন দিতে হবে ৷ কারণ, মণ্ডল সভাপতি থেকে জেলা সভাপতি, যখনই বিজেপির সাংগঠনিক রদবদল হয়, তখনই প্রকাশ্যে চলে আসে গোষ্ঠীদ্বন্দ্ব ৷ ভোটে ভালো ফল করতে হলে সব গোষ্ঠীকে একত্রিত করাটা জরুরি ৷
গেরুয়া শিবিরের একটি অংশের বক্তব্য, শমীক ভট্টাচার্য বিজেপির পুরনো নেতাদের মধ্যে অন্যতম ৷ তিনি নির্বিরোধী বলেও পরিচিত ৷ ফলে বিবাদমান গোষ্ঠীগুলিকে একত্রিত করার কাজ তাঁর পক্ষে করা সম্ভব হতে পারে ৷
তবে শেষ পর্যন্ত কী হবে, তা তো সময় বলবে ৷ সেই উত্তরের উপরই কার্যত নির্ভর করছে ছাব্বিশের ভোটে বিজেপির সাফল্য ৷
দিলীপ ঘোষের প্রতিক্রিয়া
এদিন শিল্পশহরে দুর্গাপুরে গিয়ে বঙ্গ বিজেপির নয়া সভাপতিকে নিয়ে প্রতিক্রিয়া দেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, “আমার সঙ্গে শমীকদার সঙ্গে কথা হয়েছে । তাঁকে শুভেচ্ছা জানিয়েছি । কাজ করতে কোনও অসুবিধা নেই । তিনি অত্যন্ত অভিজ্ঞ একজন নেতা । আগামী বিধানসভা নির্বাচনে স্বাভাবিকভাবেই তিনি আমাদের দলের নেতা হিসাবে দলের মুখ ।”
দুর্গাপুরে দিলীপ ঘোষ
তিনি আরও বলেন, “আমি এই মুহূর্তে পার্টির কোনও পদে নেই, আমি একজন সাধারণ কর্মী । তাই সাধারণ কর্মীদের পাশেই আমি আছি । পার্টি যদি কোনও দায়িত্ব আমায় দেয়, তাহলে আমি তা পালন করব ।”
আরও পড়ুন:- পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।