পাঁচ দেশ সফরে প্রধানমন্ত্রী, ‘হরে রাম হরে কৃষ্ণ’ গেয়ে মোদিকে স্বাগত জানাল ঘানার শিশুরা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পাঁচ দেশের সফরে বের হয়ে ঘানায় (Ghana) পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। গত ৩ দশকে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী আফ্রিকার এই দেশে সফরে গেলেন। এদিন আক্রায় পৌঁছতেই মোদিকে স্বাগত জানান ঘানার প্রেসিডেন্ট জন মাহামা। মোদিও তাঁকে বুকে জড়িয়ে ধরেন। সেখানেই গার্ড অফ অনার দেওয়া হয় মোদিকে। স্থানীয় রীতিতে স্বাগত জানানো হয়। তবে চমকটা ছিল আরও পড়ে। বিমানবন্দর থেকে মোদি হোটেলে পৌঁছতেই তাঁকে স্বাগত জানিয়ে ‘হরে রাম হরে কৃষ্ণ’ গাইতে শুরু করে ঘানার শিশুরা। প্রধানমন্ত্রীও অভিভূত হয়ে পড়েন এই দৃশ্য দেখে।

আরও পড়ুন : পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।

উল্লেখ্য, ঘানার প্রেসিডেন্ট জন মাহামার সঙ্গে বৈঠক করবেন মোদি। ভারত-ঘানা দ্বিপাক্ষিক সম্পর্ক, আর্থিক-প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের আদানপ্রদান নিয়ে কথা হবে সেখানে। ঘানার সংসদেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ত্রিনিদাদ ও টোবাগো যাবেন তিনি। শনিবার সেখান থেকে আর্জেন্টিনা হয়ে ব্রাজিলে ব্রিকস সম্মেলনে যোগ দেবেন। সবার শেষে প্রধানমন্ত্রীর সফরের তালিকায় রয়েছে নামিবিয়া।

আরও পড়ুন : শিয়ালদা বিভাগে যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত লোকাল ট্রেন, কোন কোন রুটে? জেনে নিন

আরও পড়ুন : ছক্কা হাঁকালেন শুভেন্দু ! হেরে ভূত তৃণমূল

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন