ডিএ মামলায় বড় মোড় ! রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ জমা হল, এরপর কী হবে ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) মামলা এক নতুন মোড় নিয়েছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে না পারায়, সরকারি কর্মচারী সংগঠনগুলি আদালত অবমাননার মামলা দায়ের করেছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার আর্থিক সংকটের কথা বললেও, কর্মচারী সংগঠনগুলি তাদের দাবিতে অনড়। আসুন, বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি।

আরও পড়ুন : হোমিওপ্যাথি চিকিৎসা চলাকালীন কি এলোপ্যাথি মেডিসিন চলবে ?

মামলার বর্তমান পরিস্থিতি

গত ১৬ই মে, সুপ্রিম কোর্ট এক অন্তর্বর্তী নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দেয় যেন তারা ছয় সপ্তাহের মধ্যে, অর্থাৎ ২৭শে জুনের মধ্যে, সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেয়। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ পালন করতে পারেনি। এর পরেই রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কর্মচারী সংগঠন ‘কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ় ওয়েস্ট বেঙ্গল’।

রাজ্য সরকার নিজেদের পক্ষে যুক্তি দিয়ে জানিয়েছে যে, আর্থিক সংকটের কারণে এই মুহূর্তে বকেয়া মেটানো সম্ভব নয় এবং এর জন্য তাদের আরও ছয় মাস সময় প্রয়োজন। তারা আদালতের নির্দেশ পুনর্বিবেচনার জন্যও আবেদন করেছে।

বকেয়ার পরিমাণ এবং রাজ্যের বক্তব্য

বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ১৮ শতাংশ হারে ডিএ পান, যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-র পরিমাণ ৫৫ শতাংশ। এই বিশাল ফারাক নিয়েই দীর্ঘদিনের অসন্তোষ।

  • বকেয়ার পরিমাণ: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ-র ২৫ শতাংশ, যা প্রায় ১০,৪২৫ কোটি টাকা, তা ২৭শে জুনের মধ্যে মেটানোর কথা ছিল।
  • রাজ্যের যুক্তি: রাজ্য সরকার জানিয়েছে যে, তারা এই বিপুল পরিমাণ অর্থ সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত। কিন্তু এর জন্য বাজেটে কোনো নির্দিষ্ট বরাদ্দ নেই। এই টাকা দেওয়ার জন্য বাজার থেকে ঋণ নিতে হবে এবং তার জন্য কেন্দ্রের অনুমতির প্রয়োজন, যা একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া।

আরও পড়ুন : পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।

আরও পড়ুন : শিয়ালদা বিভাগে যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত লোকাল ট্রেন, কোন কোন রুটে? জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন