Amazon দিচ্ছে সর্বোচ্চ ৪০% ছাড়, ১০ হাজারের জিনিস ৬ হাজারে ! দেখুন আকর্ষণীয় অফার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

jeff bezos , amazon

Bangla News Dunia, Pallab : দেশের অন্যতম বড় অনলাইন শপিং উৎসব Amazon Prime Day 2025-এর তারিখ ঘোষণা করা হয়েছে এই সংস্থার তরফে। বছরের প্রতীক্ষিত এই সেলটি শুরু হবে আগামী ১২ জুলাই মধ্যরাত থেকে এবং চলবে ১৪ জুলাই রাত ১১:৫৯ পর্যন্ত। এই তিন দিনের সেলে Amazon Prime গ্রাহকরা স্মার্টফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্টে পেয়ে যাবেন দুর্দান্ত ছাড়ে।

আরও পড়ুন : হোমিওপ্যাথি চিকিৎসা চলাকালীন কি এলোপ্যাথি মেডিসিন চলবে ?

কেবলমাত্র প্রাইম গ্রাহকদের জন্য সেল

Amazon Prime Day Sale-এর সুবিধা শুধুমাত্র প্রাইম গ্রাহকদের জন্য উপলব্ধ থাকবে। যারা এখনও প্রাইম সাবস্ক্রিপশন নেননি, তারা মাত্র ₹২৯৯ টাকায় বার্ষিক সদস্যপদ কিনে এই সেলে অংশ নিতে পারবেন আপনিও।

এই সেল চলাকালীন, স্মার্টফোনের পাশাপাশি বিভিন্ন কনজিউমার ইলেকট্রনিক্স, অ্যাপ্লায়েন্স, এবং পার্সোনাল কম্পিউটিং প্রোডাক্টে আকর্ষণীয় অফার ও ব্যাঙ্ক ডিসকাউন্টও পাওয়া যাবে। বিশেষ করে ICICI Bank এবং SBI Credit Card ব্যবহারকারীরা পাবে ১০% তৎক্ষনাৎ ডিসকাউন্ট

স্মার্টফোনে কী অফার থাকছে?

Amazon Prime Day 2025 সেলে স্মার্টফোনে সর্বোচ্চ ৪০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে এমনটাই কোম্পানির তরফে জানানো হয়েছে। পাশাপাশি থাকছে ২৪ মাস পর্যন্ত নো-কস্ট EMI, এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক ইনস্ট্যান্ট ছাড়ও বটে

আরও পড়ুন : পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।

আরও পড়ুন : শিয়ালদা বিভাগে যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত লোকাল ট্রেন, কোন কোন রুটে? জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন