Bangla News Dunia, Pallab : পশ্চিম আফ্রিকার দেশ মালির (Mali) একটি সিমেন্ট কারখানায় হামলা চালিয়ে তিন ভারতীয়কে পণবন্দি করল জঙ্গিরা (Indians Abducted)। আল-কায়দা (Al-Qaeda) ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন নয়াদিল্লি। বিদেশমন্ত্রক এই হামলার নিন্দা জানিয়ে মালি সরকারের কাছে দ্রুত ভারতীয় পণবন্দিদের মুক্তির জন্য উপযুক্ত পদক্ষেপের আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন : হোমিওপ্যাথি চিকিৎসা চলাকালীন কি এলোপ্যাথি মেডিসিন চলবে ?
সূত্রের খবর, গত মঙ্গলবার পশ্চিম মালির কায়েস অঞ্চলের একটি সিমেন্ট কারখানায় আচমকাই হামলা চালায় বন্দুকধারী জঙ্গিরা। এরপর ওই কারখানায় কর্মরত তিন ভারতীয়কে পণবন্দি করে নিয়ে যায়। এই হামলার সঙ্গে আল-কায়দা ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠী জামাত নুসরত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (JNIM) জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। মালিতে একাধিক হামলা চালানোর অভিযোগ রয়েছে এই জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করেছে ভারতের বিদেশমন্ত্রক। তাতে বলা হয়েছে, ‘মালির সিমেন্ট কারখানায় হামলা চালিয়ে তিনজন ভারতীয়কে পণবন্দি করার ঘটনার তীব্র নিন্দা জানায় ভারত। আমাদের নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য মালি সরকারকে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।’ মালির ভারতীয় দূতাবাস সে দেশের কর্তৃপক্ষ, স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এবং ওই সিমেন্ট কারখানার কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানানো হয়েছে। পণবন্দি ভারতীয়দের পরিবারকেও ইতিমধ্যে বিষয়টি নিয়ে অবগত করা হয়েছে। সেই সঙ্গে মালিতে বসবাসকারী সমস্ত ভারতীয়দের সর্বদা সতর্ক থাকতে এবং সাহায্যের জন্য দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে।
আরও পড়ুন : পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।