আগামী কয়েকদিন টানা ভারী বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঝাড়খণ্ডে নিম্নচাপ থাকায় বাংলায় তার প্রভাব পড়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত হালকা পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ কলকাতা, উত্তর ২৪ পরগণা, নদিয়া, হুগলির মতো জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম। সপ্তাহান্তে বাড়বে বৃষ্টিপাত? আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে বাকিজেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

কোথায় কোথায় ভারী বৃষ্টি?
দক্ষিণের একাধিক জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে।

এর সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। যে কারণে হলুদ সর্তকতাও জারি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস। তবে সপ্তাহজুড়েই বৃষ্টি চলবে। বৃষ্টির দাপট রবিবার থেকে থিতু হবে। গরমে অস্বস্তি বাড়বে।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে। সপ্তাহজুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরের ছয়টি জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও মালদায় বৃষ্টি চলবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বরং সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে।

আরও পড়ুন:- খালি পেটে বাচ্চাদের এসব খাওয়ালে বিপদ, বাবা-মায়েদের জানা দরকার

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন