বাড়ি বাড়ি ফ্রিতে বিদ্যুৎ দিচ্ছে SBI. কারা এই সুবিধা পাবেন ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জনসাধারণের জন্য দুর্দান্ত একটি প্রকল্প এনেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI). সাধারণ মানুষের প্রতিমাসে বিদ্যুতের খরচ নিয়ে আর ভাবতে হবে না। কারণ বাড়ি বাড়ি ফ্রিতে বিদ্যুৎ দিচ্ছে SBI. ভাবতে অবাক লাগলেও বিষয়টা কিন্তু সত্যি। এই প্রকল্পের জন্য আবেদন করবেন কিভাবে? সমস্ত ডিটেলস রইল আজকের প্রতিবেদনে।

Free Electricity Scheme By SBI

আজকালকার প্রযুক্তি নির্ভর সমাজে প্রত্যেকের বাড়িতেই রয়েছে উন্নত প্রযুক্তির একাধিক মেশিন। আর সেগুলি চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন হয়। অর্থাৎ মাস গেলে প্রয়োজনের চাইতে বেশিই বিদ্যুৎ খরচ হয়। তাছাড়া কিছু বৈদ্যুতিক যন্ত্রপাতি রয়েছে যেমন এসি, ফ্রিজ, কিংবা ওয়াশিং মেশিন সেগুলির জন্য বেশি ইলেকট্রিক লাগে। অতএব প্রতি মাসে লম্বা চওড়া বিদ্যুতের বিল হাতে পান আমজনতা।

আপনিও হয়তো প্রতি মাসে দেখছেন আপনার বিদ্যুতের বিল বেশ অনেকটাই আসছে। যার জন্য প্রতি মাসে আপনার খরচ হচ্ছে বিস্তর। এদিকে, মূল্যবৃদ্ধির বাজারে এই অতিরিক্ত খরচ সামলানো চাট্টিখানি কথা নয়। তাই এই পরিস্থিতিতে SBI এমন একটি স্কিম এনেছে, যে প্রকল্পের সাহায্যে আপনার বাড়িতে বিদ্যুতের জন্য এক টাকাও খরচ হবে না। আগেই জেনে নেওয়া যাক এই প্রকল্পটি সম্পর্কে কিছু জরুরী কথা।

আরও পড়ুন:- পিএম কিষান যোজনার 2000 টাকা পেতে যে কাজটি কৃষকদের করতেই হবে, জেনে নিন

ইলেক্ট্রিসিটির জন্য এক টাকাও খরচ হবে না!

দিনের পর দিন জনসংখ্যা বৃদ্ধির কারণে বিদ্যুতের চাহিদা বেড়েই চলেছে। সেই চাহিদা পূরণে এবার এগিয়ে এল দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI। স্টেট ব্যাংকের বিভিন্ন প্রকল্প তার গ্রাহকদের ঋণ প্রদান, ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বিপুল সুবিধা দিয়ে থাকে। তবে এবার ভিন্ন পথে হাঁটছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভারতের ৪০ লক্ষ বাড়িতে ফ্রিতে ইলেকট্রিসিটি (Free Electricity)

পৌঁছে দিতে চলেছে তাঁরা।

কোন উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রকল্প?

SBI আনতে চলেছে সোলার রুফটপ প্রজেক্ট। যার দ্বারা আগামী দুই বছরে প্রায় ৪০ লক্ষ বাড়িতে সৌর ছাদ বানানোর জন্য সহায়তা প্রদান করবেন তাঁরা। স্টেট ব্যাংকের এই প্রকল্পের মূল উদ্দেশ্য দেশের পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্র রূপান্তরকে আরও বেশি করে উৎসাহিত করা, গ্রামীণ পরিবার গুলির ক্ষমতায়ন বৃদ্ধি করা। স্টেট ব্যাংকের এই উদ্যোগে সৌর প্যানেল স্থাপনের জন্য সরকার ভর্তুকি দেবে বলে জানা যাচ্ছে। যা দেশের বহু পরিবারকে ফ্রিতে বিদ্যুৎ সরবরাহ করবে ও বিদ্যুৎ বিলের খরচ কমাতে অনেকটা সাহায্য করবে।

উপসংহার

খুব স্বাভাবিকভাবেই স্টেট ব্যাংকের এই প্রকল্পটি প্রশংসিত হচ্ছে বিভিন্ন স্তরে। এর দ্বারা উপকৃত হবেন হাজার হাজার মানুষ। যতটা দ্রুত সম্ভব এই প্রকল্পের বাস্তবায়নের প্রচেষ্টা চলছে। তারপর এই দেশের অনেকগুলি পরিবার ফ্রিতে বিদ্যুৎ পাবেন।

আরও পড়ুন:- খালি পেটে বাচ্চাদের এসব খাওয়ালে বিপদ, বাবা-মায়েদের জানা দরকার

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন