Bangla News Dunia, Pallab : ২০২১-এর বিধানসভা ভোটের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্ত্রাস চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসায় কলকাতায় খুন হন অভিজিৎ সরকার নামে এক বিজেপি কর্মী। প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছিল নারকেলডাঙ্গা থানার পুলিশ। সেই বছর অগাস্টে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তের দায়িত্ব পায় সিবিআই। তার প্রায় চার বছর পর এবার চার্জশিট পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
আরও পড়ুন : পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।
চার্জশিটে বেলেঘাটা আসনের তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পাল, দুই কাউন্সিলার স্বপন সমাদ্দার (৫৮ নম্বর ওয়ার্ড) এবং পাপিয়া ঘোষ (৩০ নম্বর ওয়ার্ড)-এর নাম উল্লেখ করা হয়েছে। বিজেপি এই চার্জশিটকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে, তৃণমূল বলেছে, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
আরও পড়ুন : ছক্কা হাঁকালেন শুভেন্দু ! হেরে ভূত তৃণমূল