Bangla News Dunia, Pallab : বঙ্গে আগামী কয়েকদিন টানা দুর্যোগের পূর্বাভাস (Weather Update)। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বেশ কয়েকটি জেলাতে।
আরও পড়ুন : পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। শনিবার ওই জেলাগুলির পাশাপাশি দার্জিলিং এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কয়েকটি জেলাতেও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এছাড়া উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও। শুক্রবার সব জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। শনিবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
আরও পড়ুন : ছক্কা হাঁকালেন শুভেন্দু ! হেরে ভূত তৃণমূল