Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বুধবার হাওড়া পুরসভার ভিতরে ইউক্যালিপটাস গাছ উপড়ে দুই পুরকর্মীর মৃত্যু নিয়ে শোরগোল পড়লেও এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। হাওড়া শহরের আনাচে কানাচে বিপজ্জনক ভাবে হেলে রয়েছে বহু গাছ।
তা থেকে যে কোনও সময় বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। হাওড়া পুরসভার এ দিনের মর্মান্তিক দুর্ঘটনার পরে তাই সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। যে সব গাছ থেকে বিপদ ঘটতে পারে, সেগুলো অবিলম্বে কেটে নেওয়ার জন্য পুরসভার কাছে আর্জি জানিয়েছেন তাঁরা।
এ দিন হাওড়ার তাঁতিপাড়া, টিকিয়াপাড়া, ডুমুরজলা-সহ বিভিন্ন এলাকায় ঢুঁ মেরে এই ধরনের অনেক হেলে পড়া গাছের সন্ধান মিলেছে। বেলুড়ের শ্রীনিবাস দেওরালিয়া রোডের পাশে একটি শিরিষ গাছ অনেক দিন ধরেই রাস্তার দিকে হেলে রয়েছে।
তার নীচ দিয়ে লোকজন যাতায়াত করছেন। জিটি রোড থেকে বেলুড় স্টেশন যাওয়ার রাস্তায় একটি গাছ বিপজ্জনক ভাবে হেলে রয়েছে। একই ভাবে বেলুড়ে রমানাথ ভট্টাচার্য স্ট্রিটে একটি বড় রাধাচূড়া গাছ হেলে পড়েছে।
আরও পড়ুন:- বাড়ি বাড়ি ফ্রিতে বিদ্যুৎ দিচ্ছে SBI. কারা এই সুবিধা পাবেন ? জেনে নিন
দীর্ঘ বছর ধরে হাওড়া শহরেই বসবাস করছেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। হাওড়া শহরে একের পর এক গাছ হেলে পড়া এবং উপড়ে যাওয়ার জন্য পরিচর্যার অভাবকেই দায়ী করছেন তিনি। তাঁর ব্যাখ্যা, ‘বেশিরভাগ জায়গায় গাছের গোড়ায় কোনও মাটি নেই।
গাছের গোড়ার মাটি খুঁড়ে সেখানে কোথাও ঢালাই করে দেওয়া হয়েছে, আবার কোথাও পিচ দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। ফলে বৃষ্টির জল পড়ে মাটি নরম হলেই শিকড় ধরে রাখতে পারছে না। পুরসভার এই বিষয়গুলি দেখা উচিত।’
হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, ‘শহরের বিভিন্ন জায়গায় হেলে থাকা এবং বিপজ্জনক অবস্থায় থাকা গাছগুলিকে চিহ্নিতকরণ করা হচ্ছে। সেগুলি কেটে ফেলা হবে।’
হাওড়া পুরসভার ভিতরে গাছ উপড়ে যাওয়ার জন্য পুরমন্ত্রী ফিরহাদ হাকিম অবশ্য ভাগ্যকেই দোষারোপ করছেন। পুরমন্ত্রীর কথায়, ‘কোনও হাওয়া নেই। ঝড়-বৃষ্টি নেই। হঠাৎ করে একটা গাছ পড়ে গেল। পুরোপুরি ভাগ্য খারাপ থাকলে এরকমটা হয়।’
তিনি বলেন, ‘হাজার হাজার গাছ রয়েছে শহরে। ফলে কোন গাছটা খারাপ অবস্থায় রয়েছে, সেটা বোঝার জন্য সব জায়গায় সয়েল টেস্ট করা সম্ভব নয়। তবে পুরসভার ভিতরে যে সব গাছ রয়েছে, সেগুলো ঠিকঠাক আছে কি না, তা পুরসভা দেখে নেবে।’
হাওড়ার পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, হাওড়া শহরে যে সব সরকারি জায়গা রয়েছে, সেখানে গাছগুলো কী অবস্থায় রয়েছে, সেটা জানার জন্য সমীক্ষার কাজ শুরু হবে। সেই মতো প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
আরও পড়ুন:- বাজারে ছেয়ে গিয়েছে ভেজাল রসুন, কীভাবে চিনবেন কোনটা খাঁটি? এক ক্লিকে জেনে নিন