OPD নিয়মে গুরুত্বপুর্ন সংশোধন, ডাক্তার দেখানো নিয়ে ভোগান্তির অবসান

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের (West Bengal Health Scheme – WBHS) অধীনে আউটডোর চিকিৎসার (OPD) নিয়ম নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। রাজ্য সরকারের অর্থ দপ্তরের মেডিকেল সেল ২রা জুলাই, ২০২৫ তারিখে একটি বিজ্ঞপ্তি জারি করে এই পরিবর্তন করেছে। এই সংশোধনীর ফলে স্বাস্থ্য প্রকল্পের সুবিধাভোগী বর্তমান ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের একটি বড় সমস্যার স্থায়ী সমাধান হলো।

আরও পড়ুন : হোমিওপ্যাথি চিকিৎসা চলাকালীন কি এলোপ্যাথি মেডিসিন চলবে ?

আগের অর্ডারে ‘Treating Specialist’ কথাটি উল্লেখ থাকার কারণে, জেনারেল ফিজিশিয়ান বা মেডিকেল অফিসারের দেওয়া প্রেসক্রিপশনের ভিত্তিতে জমা দেওয়া বিল অনেক ট্রেজারি অফিসে আপত্তির মুখে পড়ছিল। সেক্ষেত্রে, সরকারি দপ্তরগুলি শুধুমাত্র বিশেষজ্ঞ ডাক্তারের (Specialist Doctor) প্রেসক্রিপশন গ্রহণ করছিল, যার ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। নতুন এই পরিবর্তনে সেই জটিলতার অবসান ঘটল।

কী ছিল পুরনো নিয়ম এবং মূল সমস্যা?

গত ৬ই নভেম্বর, ২০২৩-এ অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তি অনুসারে, ১৭টি নির্দিষ্ট রোগের (যেমন – ক্যান্সার, হৃদরোগ, রেনাল ফেলিওর, ইনসুলিন-নির্ভর ডায়াবেটিস, আর্থ্রাইটিস ইত্যাদি) ক্ষেত্রে OPD চিকিৎসার সম্পূর্ণ খরচ সরকার প্রতিদান করবে বলে জানানো হয়। বিজ্ঞপ্তিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে, যদি কোনো সুবিধাভোগীর তালিকাভুক্ত রোগগুলির মধ্যে একটি থাকে, তবে তার সার্বিক সুস্থতার জন্য প্রয়োজনীয় অন্যান্য সহযোগী রোগের চিকিৎসার খরচও পাওয়া যাবে।

কিন্তু সমস্যা তৈরি হয় একটি নির্দিষ্ট শর্ত নিয়ে। অর্ডারে বলা হয়েছিল যে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত ওষুধপত্র (এমনকি ভিটামিন, ক্যালসিয়াম ইত্যাদি সাপ্লিমেন্ট) একজন ‘Treating Specialist‘ দ্বারা একটিমাত্র প্রেসক্রিপশনে লিখতে হবে। এই ‘Specialist’ বা ‘বিশেষজ্ঞ’ শব্দটি নিয়েই মূল বিভ্রান্তি তৈরি হয়। বহু ক্ষেত্রে সাধারণ ফিজিশিয়ান বা মেডিকেল অফিসাররাই প্রাথমিক চিকিৎসা করেন, কিন্তু ট্রেজারি অফিসগুলি শুধুমাত্র বিশেষজ্ঞ ডাক্তারের সই করা প্রেসক্রিপশনই গ্রহণ করছিল। ফলস্বরূপ, বহু মানুষের সঠিক থাকা সত্ত্বেও বিল আটকে যাচ্ছিল এবং তাদের অহেতুক হয়রানির শিকার হতে হচ্ছিল।

নতুন সংশোধনীতে কী বলা হয়েছে?

সাধারণ মানুষের এই বাস্তব সমস্যা দ্রুত সমাধানের জন্য রাজ্য সরকার ২রা জুলাই, ২০২৫ তারিখে একটি নতুন corrigendum বা সংশোধনী জারি করে। এই সংশোধনীতে অত্যন্ত স্পষ্টভাবে একটি বড় পরিবর্তন করা হয়েছে।

পুরনো বিজ্ঞপ্তিতে থাকা ‘Treating Specialist‘ শব্দগুচ্ছটিকে পরিবর্তন করে সহজভাবে ‘Treating Doctor‘ করা হয়েছে।

আরও পড়ুন : পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।

আরও পড়ুন : শিয়ালদা বিভাগে যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত লোকাল ট্রেন, কোন কোন রুটে? জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন