শমীক অভিজ্ঞ নেতা, আমাকে দল যা দায়িত্ব দেবে তাই পালন করব : দিলীপ

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : কলকাতায় বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। বৃহস্পতিবার শমীককে আনুষ্ঠানিকভাবে রাজ্য বিজেপির (BJP) নতুন সভাপতি হিসেবে বরণ করে নেওয়া হয়। সেখানে প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের দেখা মিললেও ছিলেন না দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এনিয়ে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন : হোমিওপ্যাথি চিকিৎসা চলাকালীন কি এলোপ্যাথি মেডিসিন চলবে ?

এদিন সকালে দুর্গাপুরের চন্ডীদাস বাজারে প্রাতর্ভ্রমণে ও পরে চায়ের আসরে ডুগডুগি হাতে চেয়ারে বসে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘শমীক ভট্টাচার্য অভিজ্ঞ নেতা। আর আমাকে দল যা দায়িত্ব দেবে তাই পালন করব। এখন ব্যারাকে আছি। দল যখন বলবে যুদ্ধে নেমে পড়বো।’ তাঁর দাবি, ‘রাজ্য সভাপতি নির্বাচনের দৌড়ে আমি ছিলাম না। কোনওদিন কোন দৌড়ে দিলীপ ঘোষ থাকে না। সকাল থেকে দৌড়ে বেড়াই ঠিকই, কিন্তু পদ লাভের প্রতিযোগিতায় থাকিনা।’

এদিন সকালে দিলীপ যখন প্রাতর্ভ্রমণে বেরোন তখন বৃষ্টি শুরু হওয়ায় তিনবার দাঁড়াতে হয় তাঁকে। এই প্রসঙ্গে সাংবাদিকরা তাঁকে বলেন, প্রকৃতি আপনাকে বাধা দিচ্ছে। দলের কাছেও কি বাধা পাচ্ছেন? এর জবাবে দিলীপ বলেন, ‘কোনওকিছুই আমার কাছে বাধা নয়। আমি আমার মতো কাজ করি। দলের নীচুতলার কর্মীদের কাছে যাই। তাঁদের সঙ্গে যোগাযোগ রাখি।’

আরও পড়ুন : পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।

আরও পড়ুন : শিয়ালদা বিভাগে যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত লোকাল ট্রেন, কোন কোন রুটে? জেনে নিন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন