মাছ ধরতে গিয়ে যুবকই মাছের শিকার ! সমুদ্রের গভীরে নিয়ে গেল দৈত্যাকার মাছ

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মাছ ধরতে গিয়ে যুবকই মাছের শিকার ! এমন ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের সমুদ্র উপকূলে ৷ পুলিশ জানিয়েছে, 26 বছর বয়সি এক যুবক অন্যদের সঙ্গে অন্ধ্রপ্রদেশে উত্তর উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন ৷ সেখানে প্রায় 100 কেজি ওজনের একটি মাছ তাকে টেনে নিয়ে চলে যায় ৷ এখনও তাঁর খোঁজ পাওয়া যায়নি ৷ পুলিশ যুবকের খোঁজে সমুদ্রে তল্লাশি চালাচ্ছে ৷

পুলিশ সূত্রে খবর, ওই নিখোঁজ যুবক চোডাপল্লি ইয়ারাইয়া অন্ধ্রপ্রদেশের পুডিমাদাকা গ্রামের বাসিন্দা ৷ বুধবার ভোররাতে তিনি তাঁর ছোট ভাই কোরলাইয়ার সঙ্গে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান ৷ তাঁদের সঙ্গে আরও দু’জন ছিলেন ৷

মাছ ধরতে গিয়ে সমুদ্রের তীর থেকে 30 কিমি দূরে চলে যান ইয়ারাইয়া ও অন্যরা ৷ সেখানে সবাই মাছ ধরার চেষ্টা করছিলেন ৷ এমন সময় ইয়ারাইয়া বুঝতে পারেন তাঁর দেওয়া টোপে কোনও একটি বড় মাছ ঘায়েল হয়েছে ৷ কিন্তু উল্টো দিকে সমুদ্রে থাকা মাছের ওজন ও শক্তি সম্পর্কে তাঁর কোনও ধারণাই ছিল না ৷ তাই তিনি সেই ধাক্কা সামলানোর জন্য তৈরি ছিলেন না ৷

আরও পড়ুন:- বাড়ি বাড়ি ফ্রিতে বিদ্যুৎ দিচ্ছে SBI. কারা এই সুবিধা পাবেন ? জেনে নিন

ইয়ারাইয়া মাছটিকে টেনে তুলতে চেষ্টা করেন ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁর টোপে একটি নীল রঙের মার্লিন মাছ আটকেছিল ৷ স্থানীয়রা একে ‘কোম্মু কোনাম’ মাছ বলে ৷ তাঁদের অনুমান ওই মাছটির ওজন প্রায় 100 কেজি ৷ মাছটিকে তোলার সময় বিশালাকার মাছটি পাল্টা ঝাপটা মারে এবং মুহূর্তে বিপুল শক্তিতে ইয়ারাইয়াকে টেনে হিঁচড়ে সমুদ্রের গভীরে নিয়ে চলে যায় ৷ বাকিদের চোখের সামনেই এই দুর্ঘটনা ঘটে ৷ কিন্তু অকস্মাৎ এমন ভয়বহতার মুখে কেউই আর কিছু করে উঠতে পারেননি ৷

তিনজন মৎস্যজীবী সঙ্গে সঙ্গে ইয়ারাইয়ার সন্ধানে সমুদ্রে তল্লাশি চালাতে শুরু করে ৷ কিন্তু তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ ওই মৎস্যজীবীরা গ্রামে ফিরে গ্রামবাসীদের ঘটনাটি জানায় ৷ গ্রামের লোকজন এরপর সমুদ্রে খোঁজ শুরু করে ৷ কিন্তু সারাদিন তল্লাশি চালিয়েও খুঁজে পাওয়া যায়নি ইয়ারাইয়াকে ৷ স্বভাবতই এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ৷ পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবারও সমুদ্রে খোঁজ করা হবে ৷

মার্লিন মাছ সমুদ্রে পাওয়া যায় ৷ অত্যন্ত আগ্রাসী স্বভাবের এই মাছের দীর্ঘ ছুঁচলো নাকই তার প্রধান অস্ত্র ৷ সাধারণত 50 কেজি থেকে 150 কেজি পর্যন্ত ওজন হতে পারে এই মার্লিন বা কোম্মু কোনাম মাছের ৷ অন্ধ্রপ্রদেশে এই মাছ ভীষণই জনপ্রিয় ৷ কিন্তু এই মাছ ধরা ভীষণ ঝুঁকির কাজ ৷ এর আগে 2022 সালে এরকমই একটি ঘটনা ঘটেছিল এই আনাকাপাল্লে উপকূলে ৷ এমনই একটি মার্লিন মাছের আক্রমণে প্রাণ হারিয়েছিলেন এক মৎস্যজীবী ৷

আরও পড়ুন:- বাজারে ছেয়ে গিয়েছে ভেজাল রসুন, কীভাবে চিনবেন কোনটা খাঁটি? এক ক্লিকে জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন