ট্রাম্পের হুমকিতে ভীত নই : মামদানি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : নিউ ইয়র্ক সিটির মেয়রপ্রার্থী ডেমোক্র্যাট জোহরান মামদানিকে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়েছেন, নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়ে মামদানি ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তাদের কাজে বাধা দিলে মামদানিকে গ্রেপ্তার করা হবে। ট্রাম্পের কথায় একটুও ঘাবড়ে না গিয়ে ভারতীয় বংশোদ্ভূত মামদানি বলেছেন, ‘আমি ভয় পাওয়ার ছেলে নই।’ মঙ্গলবার সরকারিভাবে নিউ ইয়র্ক সিটির মেয়রপ্রার্থী হিসেবে নাম ঘোষিত হয়েছে অধ্যাপক মাহমুদ মামদানি ও চলচ্চিত্রকার মীরা নায়ারের পুত্র জোহরান মামদানির নাম। মেয়র নির্বাচন নভেম্বরে।

আরও পড়ুন : হোমিওপ্যাথি চিকিৎসা চলাকালীন কি এলোপ্যাথি মেডিসিন চলবে ?

মামদানি ট্রাম্প সরকারের অভিবাসন ও শুল্ক প্রয়োগ(আইসিই)অভিযানের বিরোধিতা করেছেন। তাঁর আচমকা উত্থানে শঙ্কিত ট্রাম্প তাঁকে ‘পাগল কমিউনিস্ট’ বলতেও দ্বিধা করেননি। মামদানির মার্কিন নাগরিকত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করে ট্রাম্প বলেছেন, ‘আমরা বিষয়টা খুব সতর্কভাবে দেখছি। অনেকেই বলছেন নিউ ইয়র্ক সিটিতে প্রচুর মানুষ অবৈধভাবে রয়েছেন।’

প্রেসিডেন্টের সন্দেহকে উড়িয়ে দিয়ে মামদানি জানিয়েছেন, ছোটবেলায় মা-বাবার সঙ্গে আইনগতভাবেই উগান্ডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন তিনি। সেটা ১৯৯৮ সাল। তখন তাঁর বয়স সাত।

মামদানি বলেছেন, ‘প্রেসিডেন্ট আমাকে গ্রেপ্তার করে আমার নাগরিকত্ব কেড়ে নিয়ে ডিটেনশন ক্যাম্পে আমাকে আটকে রেখে নির্বাসনের হুমকি পর্যন্ত দিয়েছেন। আমি কিন্তু কোনও আইন ভাঙিনি। আমি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-র ভয়ের রাজত্ব থেকে শহরবাসীকে রক্ষা করতে চাই। প্রেসিডেন্ট যা বলছেন তা শুধু গণতন্ত্রের ওপর আক্রমণ নয়, বরং নিউ ইয়র্কবাসীর জন্য বার্তা। আপনি প্রতিবাদ করলেই টার্গেট হয়ে যাবেন।’

আরও পড়ুন : পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।

আরও পড়ুন : শিয়ালদা বিভাগে যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত লোকাল ট্রেন, কোন কোন রুটে? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন