মহরম উপলক্ষে ফের টানা ছুটি ! স্কুল, কলেজ, ব্যাঙ্ক সব বন্ধ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আগামী সপ্তাহে দেশের বহু রাজ্যে কর্মব্যস্ত জীবনে সরকারি কর্মীদের জন্য মিলতে চলেছে বড় স্বস্তি। মহরম উপলক্ষে একটানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ পেতে চলেছেন বহু কর্মীদের অনেকেই। এই জন্য সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, ব্যাঙ্ক থেকে শুরু করে স্টক এক্সচেঞ্জও এই সময়ে বন্ধ থাকবে। এই সুখবর ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের বাসিন্দাদের মধ্যে উৎসাহের সৃষ্টি করেছে। আসুন তাহলে এই প্রতিবেদনে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক –

আরও পড়ুন : হোমিওপ্যাথি চিকিৎসা চলাকালীন কি এলোপ্যাথি মেডিসিন চলবে ?

কবে থেকে শুরু ছুটি?

সূত্র অনুযায়ী, চলতি সপ্তাহের ৫ জুলাই শনিবার থেকে ছুটি শুরু হতে পারে। বেশিরভাগ অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানেই শনিবারে সপ্তাহিক ছুটি থাকে। তারপর ৬ জুলাই রবিবার, যা এমনিতেই সাপ্তাহিক ছুটি থাকে। এরপর ৭ জুলাই সোমবার, মহরম উপলক্ষে সরকারি ছুটি থাকতে চলেছে। ফলে পরপর তিনদিন স্কুল, কলেজ, ব্যাঙ্ক, ডাকঘর এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে জানা গিয়েছে।

আরও পড়ুন : পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।

আরও পড়ুন : শিয়ালদা বিভাগে যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত লোকাল ট্রেন, কোন কোন রুটে? জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন