Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দু’জনেই ‘পলাতক’। হাজার-হাজার কোটি টাকার ব্যাপার। তবে দু’জনেই বেশ খোশ মেজাজে আছেন। সম্প্রতি লন্ডনে ললিত মোদী ও বিজয় মাল্যর এমনই ভিডিও ভাইরাল হল। সেখানে তাঁদের দিব্যি একসঙ্গে গান গাইতে দেখা যাচ্ছে। গানের লিরিক্স-ও বেশ তাৎপর্যপূর্ণ -‘আই ডিড ইট মাই ওয়ে…’
ললিত মোদীর আয়োজিত এক জমকালো পার্টির ভিডিও এটি। আর সেখানেই তাঁদের এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ক্যারিওকে(লিরিক্স দেখে গান করা)-র মাইক্রোফোন ধরে গাইতে দেখা যায় তাঁদের। ইনস্টাগ্রামে নিজেই ভিডিওটি পোস্ট করেছেন প্রাক্তন IPL কমিশনার।
সূত্রের খবর, এই বিলাসবহুল অনুষ্ঠানে প্রায় ৩১০ জন অতিথি এসেছিলেন। বিভিন্ন দেশের ধনকুবেররা পরিবার ও বন্ধু-বান্ধব সহ পার্টিতে যোগ দেন। ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন ক্রিকেটার ক্রিস গেইলও। ইনস্টাগ্রামে মোদী ও মাল্যর সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘We living it up. Thanks for a lovely evening’ । দু’জনকে ট্যাগও করেন।
ললিত মোদী ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেন। দেখুন সেই পোস্ট-
IPL শুরুর নেপথ্য নায়ক হিসেবে একসময় বেশ সুনাম ছিল ললিত মোদীর। কিন্তু ২০১০ সালে বিসিসিআই তাঁকে বরখাস্ত করে। তারপর থেকেই তিনি ব্রিটেনে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আইপিএল-এর নিলাম প্রক্রিয়ায় দুর্নীতি, বিদেশি মুদ্রা ব্যবস্থা আইনে (FEMA) গলদ এবং কোটি কোটি টাকার মানি লন্ডারিং-এর অভিযোগ রয়েছে।
অন্যদিকে, বিজয় মাল্যকে অনেকেই চেনেন ‘King of Good Times’ নামে। দামী গাড়ি, প্রাইভেট জেট, বিলাসবহুল অট্টালিকা, পার্টি – এই সবকিছুই একসময় বিজয় মাল্যর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। ‘পলাতক’ হয়েও অবশ্য তাঁর সেই ‘ল্যাভিস’ জীবনে বিন্দুমাত্র ছেদ পড়েনি। যদিও ভারতে তিনি আর আসতে পারেন না। এদেশের খাতায় তিনি ‘পলাতক আর্থিক অপরাধী’। তাঁর বিরুদ্ধে প্রায় ৯,০০০ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগ উঠেছে। রয়েছে জালিয়াতি এবং মানি লন্ডারিং-এর মামলাও। ২০১৭ সালে ভারতের প্রত্যার্পণের আবেদনের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। তবে আপাতত তিনি জামিনে মুক্ত। সম্প্রতি ইউটিউবার রাজ সামানিকে তিনি একটি ইন্টারভিউ দেন। সেখানে দাবি করেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠেছে, সেগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি কোনও অপরাধ করেননি বলেও দাবি করেন।
ফলে এই দুই বিতর্কিত ব্যক্তিই যখন ‘I Did It My Way’ গানে গলা মেলালেন, তখন দৃশ্যটা সত্যিই দেখার মতো দাঁড়াল। যেন আইন ও বিচার ব্যবস্থার মুখে প্রকাশ্যে নিজেদের বক্তব্য তুলে ধরছেন মোদী-মাল্য। তাঁদের আত্মবিশ্বাস-পূর্ণ এই গান যেমন মনোরঞ্জনের খোরাক, তেমনই সমাজের প্রতি কটাক্ষ বলেও মনে করছেন অনেকেই।
আরও পড়ুন:- বারবার দুঃস্বপ্ন দেখলে কি ঘটে ? রহস্য উদ্ঘাটন করলেন বিজ্ঞানীরা