রণবীর-যশ অভিনীত রামায়ণ ‘Filmed for IMAX’ ! জানুন এই শব্দের অর্থ কি ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রণবীর কাপুর (Ranbir Kapoor), সাই পল্লবী (Sai Pallavi,) ও যশ (Yash) অভিনীত ‘রামায়ণ’ (Ramayana) সিনেমার প্রথম ঝলক মুক্তি পেয়েছে বৃহস্পতিবার ৷ নীতেশ তিওয়ারি (Nitesh Tiwari) পরিচালিত এই সিনেমার ছোট্ট ঝলক ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে ৷ তবে টিজার বা ক্যাপশনে লেখা ‘ফিল্মড ফর আইম্যাক্স’ (Filmed for IMAX) চোখ এড়িয়ে গেছে কি ? এপিক সিনেমা দেখার অভিজ্ঞতা আরও এপিক করতে নির্মাতারা ঘোষণা করেছেন এই সিনেমা দেখা যাবে আইম্যাক্সে ৷ কিন্তু এই অর্থ কী আপনি জানেন ?

সাধারণ মানুষ বা দর্শকদের কাছে হতে পারে এটা নতুন কোনও ট্রেন্ডি শব্দ ৷ কিন্তু বাস্তবে এই শব্দের ব্যবহার ইঙ্গিত দিচ্ছে, রামায়ণ রূপোলি পর্দায় দেখার অভিজ্ঞতা হতে চলেছে আরও বড় ৷ এক কথায় লাউডার, লার্জার, শার্পার ৷ তাহলে চলুন জেনে নেওয়া যাক, ‘Filmed for IMAX’ বলতে আসলে কী বোঝায় ৷

লার্জার দ্যান লাইফ এপিক রামায়ণ

রামায়ণের টিজারে শুরুতেই উঠে এসেছে ব্রহ্মাণ্ডের তিন সৃষ্টি কর্তা ব্রহ্মা-বিষ্ণু ও শিবের নাম ৷ যারা এই বিশ্বের ভারসাম্য বজায় রেখেছেন ৷ তারপরেই উঠে এসেছে রাম-রাবণের (Rama and Ravana) যুদ্ধের কথা ৷ অর্থাৎ শুভর সঙ্গে অশুভ শক্তির সংগ্রাম ৷ রণবীর কাপুরকে দেখা যাবে ভগবান রামের চরিত্রে ৷ সাই পল্লবীকে দেখা যাবে সীতা ও রাবণের চরিত্রে রয়েছেন দক্ষিণী তারকা যশ ৷ লক্ষ্মণের চরিত্রে রয়েছেন অভিনেতা রবি দুবে ( Ravie Dubey) আর হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে (Sunny Deol) ৷

 

আর পাঁচটা সিনেমার থেকে আলাদা এই সিনেমা ৷ কারণ সিনেমার ভিজ্যুয়াল এফেক্টস তৈরি করেছে অস্কারজয়ী ভিএফএক্স হাউস ডিএনইজি (Oscar-winning VFX house) ৷ ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করেছেন হান্স জিমার (Hans Zimmer) ও এআর রহমান (AR Rahman) ৷ সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন হলিউডের স্টান্ট মাস্টার্স (Hollywood stunt masters) টেরি নোটারি ও গাই নোরিস টিম ৷ ফলে বোঝাই যাচ্ছে রামায়ণ দেখার সিনেম্যাটিক অভিজ্ঞতা কতটা দুর্দান্ত হতে চলেছে ৷

ranbir-kapoor-and-yash-starrer-ramayana-first-glimpse-out-filmed-for-imax-tag-what-does-it-mean

শুটিংয়ের দৃশ্য 

 

সহজ ভাষায় ‘Filmed for IMAX’ কথার মানে…

সহজ ভাষায় বলতে গেলে, এর অর্থ হল সিনেমাটি IMAX-সার্টিফায়েড ডিজিটাল ক্যামেরা ( IMAX-certified digital cameras) এবং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। প্রতিটি ফ্রেম তৈরি, শুট এবং প্রক্রিয়াজাত করা হয়েছে যাতে বিশাল আইম্যাক্স স্ক্রিনে ( IMAX screens) তা আরও দুর্দান্ত লাগে ৷ সিনেমার বিভিন্ন দৃশ্য দেখে মনে হবে যেন আপনি সেই গল্পের ভিতরে অবস্থান করছেন ৷ এতটাই বাস্তব মনে হবে প্রতিটা দৃশ্য ৷

অন্যান্য সিনেমার ক্ষেত্রে যেগুলি আইম্যাক্সে স্ক্রিনে চালানো হয় তা অনেক সময় আইম্যাক্সের জন্য তৈরি হয় না ৷ অর্থাৎ জোর করে আইম্যাক্সের পর্দায় তুলে ধরা হয় ৷ কিন্তু রামায়ণ সিনেমা শুরু থেকেই আইম্যাক্স স্ক্রিনের জন্য তৈরি হয়েছে ৷ বিশেষ করে উল্লম্বভাবে (vertically) এটি দর্শকদের মূল দৃশ্যগুলিতে 26 শতাংশ পর্যন্ত বেশি ছবি দেখার সুযোগ করে দেয়। এর অর্থ হল আপনি সাধারণ পর্দায় যা অনুভব করেন তার চেয়ে বেশি অ্যাকশন, বেশি দৃশ্য উপলব্ধি করতে পারবেন।

অর্থাৎ ভিজ্যুয়াল আরও লার্জার হবে ৷ প্রতিটা দৃশ্যের স্বচ্ছতা ও রঙ আরও পরিষ্কার হবে ৷ শক্তিশালী, সর্বব্যাপী শব্দ ৷ পরিচালক নীতেশ জানিয়েছেন রামায়ণ সিনেমা ভারতীয় ঐতিহ্যের আত্মাকে তুলে ধরতে চলেছে ৷ সহ-প্রযোজক তথা অভিনেতা যশ টিজার মুক্তি নিয়ে ইন্সটাগ্রামে লেখেন, “10 বছর অনুপ্রেরণা ৷ এপিক কাহিনি সঠিকভাবে পর্দায় আনা ৷ সেরা অভিনেতাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ৷ বিশ্বের সেরা কিছু শিল্পীর সহযোগিতার মাধ্যমে একটি ফলাফল যেখানে রামায়ণকে সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে উপস্থাপন করা হয়েছে।” রামায়ণ দুটি ভাগে মুক্তি পাবে, 2026 সালের দীপাবলি ও 2027 সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আরও পড়ুন:- বারবার দুঃস্বপ্ন দেখলে কি ঘটে ? রহস্য উদ্ঘাটন করলেন বিজ্ঞানীরা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন