Bangla News Dunia, Pallab : বাংলায় আবার তিন দিনের টানা ছুটি (Holiday). বর্ষা পড়তেই দারুন সুখবর শুনতে চলেছেন এই রাজ্যের ছাত্র-ছাত্রীরা থেকে অফিসে কর্মরতরা। বছরের শুরু থেকেই নানান ধরনের ছুটি চলেছিল রাজ্যে। গরমের ছুটি থেকে বিভিন্ন উৎসব অনুষ্ঠান ছুটি পেয়েছেন বাংলার মানুষ। তবে গরমের ছুটি শেষ হয়ে কিছুদিন আগেই শুরু হয়েছে স্কুল। এর মধ্যেই আবার কিসের উপলক্ষে টানা তিন দিনের ছুটি?
আরও পড়ুন : হোমিওপ্যাথি চিকিৎসা চলাকালীন কি এলোপ্যাথি মেডিসিন চলবে ?
Holiday Announcement In West Bengal
আপনি যদি একজন পশ্চিমবঙ্গের অধিবাসী হন তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তিন দিনের যে ছুটির কথা বলা হচ্ছে, সেই ছুটিতে স্কুল কলেজ অফিস সব বন্ধ থাকবে। একটি বিশেষ কারণে ছুটি পেতে চলেছেন সবাই। ছুটিটি একদিনের তবে তার আগে সপ্তাহ শেষ ও শনিবার পড়ছে বলে সব মিলিয়ে তিন দিনের ছুটি পাওয়া যাচ্ছে। তবে শুধু বাংলায় নয়, দেশের বিভিন্ন রাজ্যে এই ছুটি জারি থাকবে।
কিসের উপলক্ষে ছুটি মিলছে?
সম্প্রতি যে খবর সামনে এসেছে সামনের সপ্তাহে সরকারি ছুটি থাকবে। এই ছুটি থাকছে ৭ তারিখ। আর সেই ছুটিতে বন্ধ থাকবে স্কুল, ব্যাঙ্ক, ডাকঘর, ও সরকারি অফিস। তাছাড়া বেশ কিছু বেসরকারি অফিসও বন্ধ থাকবে। তবে ৭ তারিখের আগের দিন অর্থাৎ ৬ তারিখ রবিবার। আর তার আগের দিন ৫ তারিখ শনিবার। শনিবার দিন অধিকাংশ জায়গাতেই ছুটি থাকে। তাই ৫, ৬ ও ৭ পরপর তিন দিনের টানা ছুটি মিলবে।
আসলে, ইসলামিক নববর্ষের সূচনাকারী পার্বণ মহরম (Muharram) উপলক্ষ্যে ছুটি থাকবে। মহরম ইসলামের চার পবিত্র মাসের মধ্যে একটি ভারতবর্ষে এটি সরকার ছুটি হিসেবে পালিত হয়। ভারতে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৬ বা ৭ তারিখ পালিত হবে এই উৎসব। সেক্ষেত্রে বর্তমানে আনুষ্ঠানিক ভাবে ৬ জুলাই ছুটি হলেও চাঁদ দেখা না গেলে তা পালিত হবে ৭ জুলাই।