ধসে গেল এই কোম্পানির শেয়ার, কারণ জানালেন বিশেষজ্ঞরা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- টাটা গোষ্ঠীর অধীনস্ত সংস্থা ট্রেন্টের শেয়ার দর ধসে গিয়েছে শুক্রবার। সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে প্রায় ৯ শতাংশ কমে এই সংস্থার স্টকের দাম নেমেছিল ৫ হাজার ৬৫২ টাকায়।

ট্রেন্ট টাটা গোষ্ঠীর অধীনস্ত সংস্থা। মূলত ফ্যাশন সম্পর্কিত প্রোডাক্টের রিটেল সেল করে এই সংস্থা। ওয়েস্টসাইড, জুডিও-র মতো জনপ্রিয় ব্র্যান্ডের মালিক হলো ট্রেন্ট লিমিটেড। গত কয়েক বছরে এই সংস্থার শেয়ারের ধারাবাহিক বৃদ্ধি হয়েছে। কিন্তু শুক্রবার কেন এতটা দাম কমলো এই শেয়ারের?

সম্প্রতি ৭৩তম অ্যানুয়াল জেনারেল মিটিং হয়েছে এই সংস্থার। সেই বৈঠকে অদূর ভবিষ্যতে সংস্থার বৃদ্ধির হার কমে যাওয়ার আশঙ্কা করা হয়েছে। চলতি অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে সংস্থার বৃদ্ধির হার ২০ শতাংশে নেমে আসতে পারে বলে জানানো হয়েছে। কিন্তু গত পাঁচ আর্থিক বছরে এই সংস্থার কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট (CAGR) রয়েছে ৩৫ শতাংশ। অর্থাৎ বৃদ্ধির পথে থাকলেও অদূর ভবিষ্যতে বৃদ্ধির হার কমতে পারে এই সংস্থার। যদিও আগামী কয়েক বছরে ২৫ শতাংশের বেশি বৃদ্ধির আশা রেখেছে এই সংস্থার কর্মকর্তারা। কিন্তু সেই অঙ্কও গত কয়েক বছরের তুলনায় কম হতে পারে। এই বিষয়টি সামনে আসতেই ট্রেন্টের শেয়ার দরে এতটা পতন।

আরও পড়ুন:- বুকে ব্যথা অবহেলা নয়, গ্যাসের কারণেও হতে পারে। আয়ুর্বেদিক উপায়ে নিরাময় জেনে নিন

বার্ষিক সাধারণ বৈঠকে বৃদ্ধি কমার ইঙ্গিতের পাশাপাশি ডোমেস্টিক ব্রোকারেজ ফার্ম নুভামা এই স্টককে ডাউনগ্রেড করেছে। ট্রেন্টের টার্গেট প্রাইস ৬ হাজার ৬২৭ টাকা থেকে কমিয়ে ৫ হাজার ৮৮৪ টাকা করেছে এই ব্রোকারেজ ফার্ম। সেই সঙ্গে এই স্টক ‘হোল্ড’-এর পরামর্শ দিয়েছে। যার প্রভাবও পড়েছে বলে মত বাজার বিশেষজ্ঞদের। যদিও অন্যান্য অনেক ব্রোকারেজ সংস্থা এই সংস্থার স্টকের জন্য ‘বাই’ রেটিং বজায় রেখেছে।

বর্তমানে গোটা দেশে একাধিক আউটলেট রয়েছে ট্রেন্টের অধীনস্থ বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের। ওয়েস্টসাইডের ২৪৮টি স্টোর, জুডিও-র ৭৬৬টি স্টোর ছাড়াও লাইফস্টাইল সেগমেন্টের ২৯টি স্টোর রয়েছে।

(Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- বারবার দুঃস্বপ্ন দেখলে কি ঘটে ? রহস্য উদ্ঘাটন করলেন বিজ্ঞানীরা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন