আদালত অবমাননার অভিযোগের মুখে ‘মমতা’ সরকার, এরপর কী হতে পারে ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর দীর্ঘদিনের দাবি মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে সুপ্রিম কোর্টে চলমান মামলায় আবারও বড় মোড় এসেছে। ১৬ই মে, ২০২৫ তারিখে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ৬ সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি। এর পরপরই কর্মচারী সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে।

আরও পড়ুন : বিজেপি ছেড়ে তৃণমূলের পথে? দেখুন কি বললেন দিলীপ ঘোষ

মামলার পটভূমি

২০০৯ সাল থেকে ডিএ না বাড়ানোর অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মামলা হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেখানে ৫৫ শতাংশ হারে ডিএ পান, সেখানে রাজ্য সরকার মাত্র ১৮ শতাংশ হারে ডিএ দিচ্ছে। এই বিশাল ফারাকই আন্দোলনের অন্যতম কারণ। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর, ২০২৫ সালের মে মাসে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দেয়, ২৭শে জুনের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে।

রাজ্য সরকারের অবস্থান

রাজ্য সরকার জানিয়েছে, তারা এই মুহূর্তে এত বড় অঙ্কের অর্থ দিতে অক্ষম। আর্থিক সংকটের কথা উল্লেখ করে সরকার জানায়, প্রায় ১০,৪২৫ কোটি টাকার এই বকেয়া পরিশোধ করতে হলে বাজেট পুনর্বিন্যাস করতে হবে এবং কেন্দ্রের কাছ থেকে ঋণের অনুমতি নিতে হবে, যা সময়সাপেক্ষ।

অর্থনৈতিক যুক্তি

  • রাজ্যের আয় কমছে।
  • একাধিক জনমুখী প্রকল্পে ব্যয় বৃদ্ধি পেয়েছে।
  • কেন্দ্র সময়মতো অনুদান দিচ্ছে না বলেও অভিযোগ।

আদালত অবমাননার অভিযোগ

‘কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল’ নামক সংগঠন রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ জমা দেয় সুপ্রিম কোর্টে। তারা জানায়, সুপ্রিম কোর্টের রায়ের শেষ তারিখ পেরিয়ে যাওয়ার পরও কোনও টাকা দেওয়া হয়নি, এমনকি কোনও পদক্ষেপের তথ্যও প্রকাশ করা হয়নি।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন