Bangla News Dunia, Pallab : অপারেশন সিঁদুরে একসঙ্গে ৩ শত্রুর মোকাবিলা করতে হয়েছে ভারতকে। পাকিস্তানকে সরাসরি অস্ত্র দিয়ে সাহায্য করেছে চিন ও তুরস্ক। রীতিমতো বিস্ফোরক দাবি করলেন ভারতীয় সেনার ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। তিনি জানিয়েছেন, ভারত-পাক সংঘাতের আবহে পাকিস্তানকে নিজেদের অস্ত্রের পরীক্ষাগার হিসাবে ব্যবহার করেছে চিন।
আরও পড়ুন : বিজেপি ছেড়ে তৃণমূলের পথে? দেখুন কি বললেন দিলীপ ঘোষ
ভারতীয় সেনার শীর্ষকর্তার কথায়, অপারেশন সিঁদুরের সময় ভারতের বিরুদ্ধে সামনে থেকে হয়তো শুধু পাকিস্তানই লড়ছিল। কিন্তু পিছন থেকে দুটি দেশ সরাসরি পাকিস্তানকে সাহায্য করেছে। একটি চিন এবং দ্বিতীয়টি তুরস্ক। শুক্রবার ফিকি আয়োজিত এক সভায় লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেছেন, ‘‘আমাদের সামনে সীমান্ত হয়তো একটাই ছিল। কিন্তু প্রতিপক্ষ ছিল আসলে তিন জন। পাকিস্তানই সামনে ছিল। কিন্তু তাদের সবরকমভাবে সাহায্য করেছে চিন ও তুরস্ক।”