প্রসেনজিতের মন্তব্যে ছি-ছি সোশ্যাল মিডিয়ায়, কি বলেছিলেন তিনি ? দেখুন ভিডিও

By Bangla News Dunia Desk Bappaditya

Updated on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন কোনও ঘটনাই চাপা থাকে না। বিশেষ করে বিনোদন জগতের সঙ্গে যুক্ত তারকাদের সব ঘটনাই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। গত দু-একদিন ধরে তুমুল চর্চায় রয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিপাড়ার সুপারস্টারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক সমলোচনা-ট্রোলিং চলছে। কারণ বাংলা ভাষা। মুম্বইতে এক ছবির প্রচারে গিয়ে এক সাংবাদিকের করা বাংলা ভাষায় প্রশ্ন শুনে প্রসেনজিৎ তাঁকে জিজ্ঞাসা করেন কেন অভিনেতাকে বাংলায় প্রশ্ন করা হল। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

বাংলা ভাষা নিয়ে আমাদের বাঙালির গর্বের শেষ নেই। দেশের বাইরেও এই ভাষায় কথা বলতে কোনও লজ্জা বা দ্বিধাবোধ কোনও বাঙালি করেন না। অথচ একজন বাঙালি অভিনেতা, যাঁকে বাংলা ইন্ডাস্ট্রির স্তম্ভ বলা হয়, সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের থেকে এরকম উত্তর কেউই আশা করেননি। প্রসঙ্গত, বলিপাড়ায় প্রসেনজিৎ এখন বেশ জনপ্রিয়। বেশ কয়েকটি হিন্দি ওয়েব সিরিজ ও ছবিতে কাজ করে ফেলেছেন অভিনেতা। সম্প্রতি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারেও তাঁর অভিনয় বেশ প্রশংসিত। এবারও এক দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে ধরা দেবেন তিনি। প্রসেনজিতের আগামী ছবি মালিক, যেখানে তিনি অভিনয় করবেন রাজকুমার রাওয়ের সঙ্গে। সম্প্রতি মুম্বইতে নিজের নতুন ছবির সাংবাদিক সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:- ৩২০০০ শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ । চাকরি ফিরে পাচ্ছেন শিক্ষকরা? জানাল হাইকোর্ট

সেখানেই এক মহিলা সাংবাদিক প্রসেনজিৎকে বাংলায় প্রশ্ন করেন। যার উত্তরে প্রসেনজিৎ প্রথমেই বলেন, আপনি বাংলায় কেন আমাকে প্রশ্ন করছেন? এখানে তো বাংলায় বলার দরকার নেই। এটা বলার পরই অবশ্য অভিনেতা হাসতে শুরু করেন। কিন্তু অভিনেতার এই ছোট্ট ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। নেটিজেনদের একাংশ প্রসেনজিতের এমন উত্তরে বেশ ক্ষুব্ধ হয়েছেন। প্রসেনজিতের ওই ভিডিওর অংশটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেতাকে অনেকেই ট্রোল করেছেন।

 

অপরদিকে রাজকুমার রাও বাংলা যে বুঝতে পারেন সেটাও কিন্তু তিনি ওই একই সাংবাদিক সম্মেলনে বুঝিয়ে দিয়েছেন। সম্প্রতি জানা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় বায়োপিকে তিনি অভিনয় করছেন। মহারাজ্যের চরিত্রে অভিনয় করা নিতান্তই সহজ ঘটনা নয় এবং তার থেকেও বড় কথা দাদার চরিত্রে অভিনয় করতে গেলে স্পষ্ট বাংলা বলতে জানতে হবে। কিন্তু সেই দিন প্রসেনজিতের পাশে বসে রাজকুমার সাংবাদিক বাংলায় প্রশ্ন শেষ করলে অভিনেতা সকলের কাছে হিন্দিতে বুঝিয়ে দেন যে কী জানতে চাওয়া হয়েছে। এদিকে বাংলার প্রতি এত গভীর নজর দেখেই, করতালিতে ফেটে পড়ে সেই ঘর।

আরও পড়ুন:- সুবিচার না পেলে আমি তৃণমূল ছেড়ে দেব, হুঁশিয়ারি সিদ্দিকুল্লা চৌধুরির

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন