Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্নাতকস্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষার ফলাফল প্রকাশিত হল ৷ CUET-UG পরীক্ষার চারটি বিষয়ে 100 শতাংশ নম্বর পেয়েছেন এক পরীক্ষার্থী ৷ তাছাড়া দেশজুড়ে 17 জন পরীক্ষার্থী তিনটি বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৷ শুক্রবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এমনটাই জানিয়েছে । 2025-26 শিক্ষা বর্ষে ভর্তির জন্য পরীক্ষা দিয়েছিলেন 13 লক্ষ 54 হাজার 699 জন ।
কম্পিউটার ভিত্তিক এই পরীক্ষা নিয়ে সংস্থার এক প্রবীণ আধিকারিক জানান, মাত্র একজন পরীক্ষার্থী তাঁর বাছাই করা পাঁচটি বিষয়ের মধ্যে চারটিতে 100 শতাংশ নম্বর পেয়েছেন ৷ মোট 17 জন পরীক্ষার্থী তিনটি বিষয়ে 100 শতাংশ এবং 150 জন পরীক্ষার্থী দুটি বিষয়ে 100 শতাংশ করে নম্বর পেয়েছেন । এছা়ড়া 2 হাজার 679 জন পরীক্ষার্থী একটি বিষয়ে 100 শতাংশ নম্বর পেয়েছেন ৷
আরও পড়ুন:- ৩২০০০ শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ । চাকরি ফিরে পাচ্ছেন শিক্ষকরা? জানাল হাইকোর্ট
এবার 13টি ভাষা-সহ মোট 37টি বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে । প্রার্থীদের ভাষা এবং জেনারেল অ্যাপটিটিউড টেস্ট-সহ সর্বাধিক পাঁচটি বিষয় বেছে নিতে হয়েছে । পরীক্ষার জন্য মোট 1,059টি প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল। মোট 57,940টি প্রশ্ন তৈরি করা হয়েছিল । 35টি শিফটে 19 দিন ধরে চলেছিল পরীক্ষা। প্রশ্নপত্র তৈরি হয়েছিল ইংরেজি, হিন্দি, অসমীয়া, বাংলা, গুজরাতি, কন্নড়, মালয়ালম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলুগু এবং উর্দু-সহ 13টি ভাষায় ।
দেশের পাশাপাশি বিদেশের 15টি শহরেও পরীক্ষার ব্যবস্থা ছিল । আবুধাবি, দোহা, দুবাই, মিউনিখ, কাঠমান্ডু, কুয়ালালামপুর, কুয়েত সিটি, লাগোস, মানামা, মাস্কাট, রিয়াধ, শারজা, সিঙ্গাপুর, পশ্চিম জাভা এবং ওয়াশিংটন থেকেও অনেকে পরীক্ষা দিয়েছেন । এবার রেকর্ড 13.5 লাখ পরীক্ষার্থী আবেদন করেছিলেন । ইংরেজি ভাষার পরীক্ষা দিয়েছেন 8.14 লাখ পড়ুয়া । রসায়নের পরীক্ষায় অংশ নেন 5.70 লাখ পড়ুয়া । এর পাশাপাশি জেনারেল অ্যাপটিটিউড টেস্টে 6.59 লাখ উপস্থিত হয়েছিলেন । গত বছর থেকে পরীক্ষা পদ্ধতিতে বদল এসেছে । এখন সম্পূর্ণ পরীক্ষাটাই কম্পিউটার ভিত্তিক।
আরও পড়ুন:- সুবিচার না পেলে আমি তৃণমূল ছেড়ে দেব, হুঁশিয়ারি সিদ্দিকুল্লা চৌধুরির