শিয়ালদা লাইনে বাতিল বহু লোকাল ট্রেন, দেখে নিন তালিকা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফের শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেন বাতিল থাকছে। দমদম জংশন স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ চলায় আজ ও আগামীকাল একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আজ রাত ১২টা ১০ মিনিট থেকে আগামীকাল সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত ট্রেন বাতিল থাকবে বলে রেল সূত্রে খবর। ট্রেন বাতিলের জেরে ফের দুর্ভোগে পড়তে পারেন নিত্যযাত্রীরা।

কোন কোন ট্রেন বাতিল
শনিবার কোন ট্রেন বাতিল থাকছে…

* শিয়ালদা-ডানকুনি ( Up 32249/Dn 32252)

রবিবার যেসব ট্রেন বাতিল থাকছে…

আরও পড়ুন:- ৩২০০০ শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ । চাকরি ফিরে পাচ্ছেন শিক্ষকরা? জানাল হাইকোর্ট

* শিয়ালদা-হাবড়া রুটে Up 33651, 33653/Dn 33652, 33654
* শিয়ালদা-দত্তপুকুর রুটে Dn 33612
* শিয়ালদা-বনগাঁ রুটে Up 33811, 33817/Dn  33824, 33826
* শিয়ালদা-বারাসত রুটে Up 33431/Dn 33432
*শিয়ালদা-ডানকুনি রুটে  Up 32211, 32213, 32215, 32217, 32219/ Dn 32212, 32214, 32216, 32218, 32220
* শিয়ালদা-কল্যাণী সীমান্ত রুটে Dn 31312
* শিয়ালদা-নৈহাটি রুটে Up 31411, 31415/ Dn 31412, 31414, 31422
* বজবজ-শিয়ালদা রুটে Up 34117

* নৈহাটি-কল্যাণী সীমান্ত রুটে Up 31191।

অন্য দিকে, কিছু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ঘোরানো হয়েছে।
*13148 বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস ব্যান্ডেল জংশন দিয়ে ঘুরপথে যাবে।

* 12344 হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল ও  12378 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস ব্যান্ডেল জংশন দিয়ে ঘোরানো হবে।

এছাড়াও কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেও ট্রেন বাতিল করা হয়েছিল শিয়ালদা ডিভিশনে। কয়েক দিনের ব্যবধানে আবারও কাজের জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল রেল।

আরও পড়ুন:- সুবিচার না পেলে আমি তৃণমূল ছেড়ে দেব, হুঁশিয়ারি সিদ্দিকুল্লা চৌধুরির

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন