এসবিআই না পোস্ট অফিস? কোথায় বিনিয়োগে বেশি লাভবান হবেন ? এক ক্লিকে জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ১ শতাংশ কমানোর পর অনেক ব্যাঙ্কই ফিক্সড ডিপোজিটে (FD) সুদের হার কমিয়ে দিয়েছে। ফলে এখন দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তুলনায় পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমেই বেশি সুদ মিলছে। বিশেষত, সিনিয়র সিটিজেনদের জন্য পোস্ট অফিসের স্কিম এখন অনেকটাই লাভজনক।

সরকারের ঘোষণা অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর ২০২৫ ত্রৈমাসিকের জন্য পোস্ট অফিস স্কিমে সুদের হার অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, আগের হারই বহাল থাকছে। অন্যদিকে, ফেব্রুয়ারি ২০২৫ থেকে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেটে ১ শতাংশ বা ১০০ বেসিস পয়েন্ট কমিয়েছে, যার ফলে ব্যাঙ্কগুলি এফডিতে সুদের হার হ্রাস করেছে।

পোস্ট অফিস স্কিমে কোন সুদ কত?

পোস্ট অফিস টাইম ডিপোজিট (POTD) স্কিমে সাধারণ নাগরিক ও সিনিয়র সিটিজেন, উভয়ের জন্যই সুদের হার ৭.৫ শতাংশ।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)-এ সুদ ৭.৭ শতাংশ।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)-এ সবচেয়ে বেশি, অর্থাৎ ৮.২ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন:- রাজ্যের মেয়েদের 25,000 টাকা করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। জানুন কিভাবে আবেদন করতে হবে ?

SBI এবং অন্যান্য ব্যাঙ্কের এফডি রেট

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর ৫ বছরের এফডিতে সাধারণ গ্রাহক পাচ্ছেন ৬.৩ শতাংশ ও সিনিয়র সিটিজেন পাচ্ছেন ৬.৮ শতাংশ সুদ।

এইচডিএফসি ব্যাঙ্কে ৫ বছরের এফডিতে সাধারণ গ্রাহক পাচ্ছেন ৬.৪ শতাংশ, সিনিয়র সিটিজেন ৬.৯ শতাংশ।

আইসিআইসিআই ব্যাঙ্ক কিছুটা বেশি সুদ দিচ্ছে— সাধারণ গ্রাহককে ৬.৬ শতাংশ এবং সিনিয়র সিটিজেনকে ৭.১ শতাংশ।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) ৬.৫ শতাংশ সুদ দিচ্ছে সাধারণদের, সিনিয়র সিটিজেনদের জন্য সেই হার ৭ শতাংশ।

বিনিয়োগের জন্য কোনটি আদর্শ?

বর্তমানে পোস্ট অফিসের NSC ও SCSS স্কিমগুলি ব্যাঙ্ক এফডির তুলনায় বেশি সুদ দিচ্ছে। সঙ্গে রয়েছে ভারতের সরকারের গ্যারান্টি। ফলে এই স্কিমগুলিতে বিনিয়োগ করলে মূলধনের নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হয় না।

বিশেষজ্ঞদের মতে, যাঁরা নিশ্চিত রিটার্ন খুঁজছেন এবং ঝুঁকি নিতে চান না, তাঁদের জন্য পোস্ট অফিসের স্কিম ভাল। বিশেষত, সিনিয়র সিটিজেনদের জন্য SCSS স্কিম বর্তমানে দেশের অন্যতম সেরা রিটার্ন দিচ্ছে।

সুতরাং, আপনি যদি নিরাপদ বিনিয়োগে বেশি সুদ পেতে চান, তাহলে এখনই পোস্ট অফিস স্কিমগুলির দিকে নজর দিন। SBI সহ বেশ কয়েকটি বড় ব্যাঙ্ক এফডির সুদ কমালেও পোস্ট অফিসে রেট এখনই আকর্ষণীয়।

আরও পড়ুন:- জুলাই মাসে ৫ রাশির ওপর শুক্রের কৃপা, রাতারাতি বড়লোক হওয়ার সম্ভাবনা আছে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন