নিম্নচাপের গ্রাসে বঙ্গ, আগামী সাত দিন বঙ্গজুড়ে ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সক্রিয় মৌসুমী অক্ষরেখা । এখন তার অবস্থান রাজ্যের ওপরেই । পাশাপাশি গাঙ্গেয় বঙ্গের ওপরে একটি উচ্চচাপ বলয় দক্ষিণ-পশ্চিমে হেলে রয়েছে । এই উচ্চচাপ বলয়ের প্রভাবেই আগামী 24 ঘণ্টায় গাঙ্গেয় বঙ্গের উপরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল । এর প্রভাবে আগামী সাত দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা রাজ্যে ।

রাজ্যে বৃষ্টির কারণ প্রসঙ্গে আবহাওয়া অফিস :

বিষয়টি নিয়ে আলিপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য জানান, মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া ও কলকাতা হয়ে দক্ষিণ-পূর্ব দিক দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় । এর প্রভাবে আগামী 24 ঘণ্টায় একটি নিম্নচাপ এলাকা তৈরির সম্ভাবনা রয়েছে ৷ পূর্ব-পশ্চিম অক্ষরেখা এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত । উত্তর-পূর্ব আরব সাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত পর্যন্ত এই অক্ষরেখা রয়েছে । যার প্রভাবে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে । উত্তরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত ।

আরও পড়ুন:- রাজ্যের মেয়েদের 25,000 টাকা করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। জানুন কিভাবে আবেদন করতে হবে ?

আজকের আবহাওয়ার পূর্বাভাস :

আজ রবিবার দিনের আকাশ মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 এবং 27 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস :

আজ রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সাত জেলায় । এর মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, হাওড়া, হুগলি ও বাঁকুড়া ৷ আগামিকাল সোমবার পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে । এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে । মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে । মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া :

উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে । উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । রবি ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম । মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় । বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় । বৃহস্পতিবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে । জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে । শুক্রবার অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে ।

বিগত দিনের তাপমাত্রার রেকর্ড :

শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি নিচে । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি নিচে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 95 এবং সর্বনিম্ন 82 শতাংশ ।

আরও পড়ুন:- জুলাই মাসে ৫ রাশির ওপর শুক্রের কৃপা, রাতারাতি বড়লোক হওয়ার সম্ভাবনা আছে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন