Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আর্জেন্তিনা মানে ফুটবল আর মারাদোনা ৷ কিন্তু এই আর্জেন্তিনা শুনলে বাঙালির মনে পড়ে সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পোর কথা ৷ তাঁর সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথের সম্পর্কের কথা ৷ আর্জেন্তিনায় কবিগুরুর প্রতি তাঁর আতিথেয়তার কথা ৷ তাই আর্জেন্তিনা সফরে গিয়ে গুরুদেবের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাতে ভোলননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
গত শুক্রবার, 4 জুলাই ত্রিনিদাদ ও টোবাগো থেকে আর্জেন্তিনায় পৌঁছন মোদি ৷ রাজধানী শহর বুয়েনস আইরেসে কবিগুরু রবীন্দ্রনাথের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী ৷ ঠিক একশো বছর আগে 1924 সালে আর্জেন্তিনায় গিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ৷ সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ তখন আর্জেন্তিনার বিখ্যাত কবি-সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পোর বাড়িতে থাকেন এবং তাঁর আতিথেয়তায় সুস্থ হয়ে ওঠেন ৷
প্রধানমন্ত্রী বাংলায় লিখেছেন, “বুয়েনস আইরেসে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানালাম ৷ গুরুদেব 1924 সালে আর্জেন্তিনা সফর করেছিলেন এবং তাঁর এই সফর, বহু মানুষ, বিশেষত: শিক্ষাবিদ ও ছাত্রছাত্রীদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল ৷ ভারতবর্ষে আমরা, আমাদের জাতির ইতিহাস ও সংস্কৃতিতে গুরুদেবের অবদানের বিষয়ে গর্বিত ৷ শিক্ষা ও জ্ঞানলাভের বিষয়ে তাঁর গুরুত্ব আরোপও বিশেষ প্রেরণাদায়ক ৷” বিশ্বকবির পাশাপাশি মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তিতেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদি ৷
আরও পড়ুন:- রাজ্যের মেয়েদের 25,000 টাকা করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। জানুন কিভাবে আবেদন করতে হবে ?
বিগত 57 বছরে প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী আর্জেন্তিনায় গেলেন ৷ দেশের প্রেসিডেন্ট জ্যাভিয়ের মিলেই-র সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী ৷ নিজেদের মধ্যে প্রতিরক্ষা, বিরল খনিজ, ওষুধ, শক্তি ও খনি সেক্টরে দ্বিপাক্ষিক সহযোগিতা ও বাণিজ্যে সম্মত হয়েছে দুই দেশ ৷
আর্জেন্তিনা সফর শেষে প্রধানমন্ত্রী ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পৌঁছন ৷ স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় তাঁকে গ্যালেও বিমানবন্দরে স্বাগত জানায় ব্রাজিল সরকারের প্রতিনিধি ৷ এখানে চার দিনের সফরে 17তম ব্রিকস সম্মেলনে যোগ দেবেন তিনি ৷ ব্রিকস গোষ্ঠীর অন্তর্ভুক্ত দেশগুলি- ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকা ৷ এছাড়া ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং আরব আমির শাহিও এই গোষ্ঠীর সদস্য দেশ ৷ তারপর রিও ডি জেনেইরো থেকে রাজধানী ব্রাসিলিয়াতে যাবেন মোদি ৷
প্রধানমন্ত্রী মোদি সোশাল মিডিয়ায় জানিয়েছেন, “ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পৌঁছেছি ৷ এখানে ব্রিকস সম্মেলনে অংশ নেব ৷ এরপর প্রেসিডেন্ট লুলার আমন্ত্রণে রাজধানী ব্রাসিলিয়ায় যাব ৷ আশা করি, এই সফরে বৈঠক ফলপ্রসূ হবে ৷” এই সম্মেলনের ফাঁকে বিশ্বের অন্যান্য রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ ব্রাজিল সফর শেষে আফ্রিকা মহাদেশের নামিবিয়ায় পৌঁছবেন প্রধানমন্ত্রী ৷ সেটাই তাঁর দীর্ঘ বিদেশ সফরের শেষ পর্যায় ৷
আরও পড়ুন:- জুলাই মাসে ৫ রাশির ওপর শুক্রের কৃপা, রাতারাতি বড়লোক হওয়ার সম্ভাবনা আছে