ব্রিকসের সদস্য দেশ গুলিকে নয়া হুঁশিয়ারি ট্রাম্পের !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ব্রিকস সম্মেলনে (BRICS Summit) যোগ দেওয়া দেশগুলিকে নয়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। আমেরিকা-বিরোধী ব্রিকস নীতি মানলেই ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে। স্পষ্ট করলেন ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন : যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর ? জানুন

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ট্রুথ-এ ট্রাম্প একটি পোস্ট করেছেন। সেখানে লেখা, ‘যে দেশ ব্রিকসের আমেরিকা-বিরোধী নীতির সঙ্গে নিজেদের যুক্ত করবে তাদের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই নীতির কোনও ব্যতিক্রম হবে না।’

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে (Rio de Janeiro) চলছে ব্রিকস সম্মেলন। ভারত, ব্রাজিল, চিন, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরশাহী-১০ রাষ্ট্রকে নিয়ে তৈরি ব্রিকস গোষ্ঠী। গতকাল ইরানের উপর আমেরিকা ও ইজরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ব্রিকসের সদস্য রাষ্ট্রগুলি। আর এসবের পরই ব্রিকসের সদস্য দেশগুলির উপর ট্রাম্পের শুল্কবাণ আছড়ে পড়ে, যা নিয়ে শোরগোল পড়েছে আন্তর্জাতিক মহলে। ১ অগাস্ট থেকে লাগু হতে চলেছে ট্রাম্পের রেসিপ্রোক্যাল ট্যারিফ। তার আগে ভারত সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে চূড়ান্ত পর্বের আলোচনা চলছে।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন