Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাড়ি বাড়ি দুধ বেচার আগে তাতে থুতু ফেলার অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার ওই বিক্রেতা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনৌয়ে। এই ঘটনায় গোমতীনগরের এক দুধ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ দিকে দুধ ‘এঁটো’ করার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
অভিযুক্তের নাম মহম্মদ শরিফ। গোমতীনগরের বিনয় খণ্ডের একাধিক বাড়িতে তিনি নিয়মিত দুধ সরবরাহ করেন। সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি বাড়ির ডোরবেল বাজিয়েছেন তিনি। তার পর দুধ রাখার পাত্রের ঢাকনা খোলেন তিনি এবং তা মুখের কাছে নিয়ে আসেন। কিছুক্ষণ পরে তা আবার বন্ধ করে দেন। এই সিসিটিভি ফুটেজ সামনে আসার পরেই শোরগোল পড়ে গিয়েছে।
আরও পড়ুন:- রাজ্যের মেয়েদের 25,000 টাকা করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। জানুন কিভাবে আবেদন করতে হবে ?
ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে মহম্মদ শরিফের নামে। তার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় তাঁকে। সূত্রের খবর, তিনি শনিবার সকাল ১১টায় ওই বাড়ির সামনে যান এবং দরজার সামনে বাইকটি রাখেন। বাড়ির কেউ বাইরে বার হওয়ার আগে কেন দুধের পাত্রটি মুখের কাছাকাছি নিয়ে এসেছিলেন তিনি? তা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ, তিনি দুধের পাত্রে থুতু ফেলেছেন। এই ঘটনায় গোমতীনগর থানার ইন্সপেক্টর ব্রজেশচন্দ্র তিওয়ারি জানান, একজনের অভিযোগের ভিত্তিতে ওই দুধ বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত হবে।
আরও পড়ুন:- এক বছরে ৭৩৯% বৃদ্ধি, লগ্নি করতে পারেন এই ৭ পেনি স্টকে