Bangla News Dunia, Pallab : টেক্সাসে (Texas) হড়পায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। ভারতীয় সময় অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ শিশু সহ ৭৮ জন। এখনও নিখোঁজ অনেকে। চলছে উদ্ধারকাজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়েছেন, আগামী শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে টেক্সাসে যেতে পারেন তিনি।
আরও পড়ুন : দুধ চা খালি পেটে খেলে সর্বনাশ, কী হয় ? জানুন
গত শুক্রবার থেকেই ভারী বৃষ্টি চলছে আমেরিকার টেক্সাসের বিস্তীর্ণ অংশে। ওই প্রদেশের দক্ষিণ-পশ্চিম দিকে, গুয়াদালুপে নদীতে হড়পায় ভেসে যান অনেকে। শনিবার ২৪ জনের দেহ উদ্ধার হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে মৃতের সংখ্যা। ছুটিতে সামার ক্যাম্পে (Summer Camp) নদীর ধারে গিয়েছিল একটি স্কুলের পড়ুয়ারা। তাদের মধ্যে প্রায় ২৭ জনের এখনও খোঁজ পাওয়া যায়নি। টেক্সাস প্রশাসনের তরফে জানানো হয়েছে, নদীর জলস্তর অল্প সময়ে এতটা বেড়ে যাবে, তা কেউ কল্পনা করতে পারেননি। উদ্ধারকাজ চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন : শাহী ইদগাহ বিবাদ মামলায় বড়সড় ধাক্কা খেল হিন্দু পক্ষ !