Bangla News Dunia, Pallab : কসবা ল’কলেজে (Kasba Law College) ধর্ষণের ঘটনায় তোলপাড় সর্বত্র। এই ঘটনার পর অবশেষে সোমবার খুলল কলেজ। বাইরে মোতায়েন রয়েছে পুলিশ (Police)। আপাতত ভর্তির দিকে বেশি ফোকাস করতে চাইছে কলেজ কর্তৃপক্ষ। তবে কলেজ খুললেও বন্ধ থাকছে ইউনিয়ন রুম।
আরও পড়ুন : দুধ চা খালি পেটে খেলে সর্বনাশ, কী হয় ? জানুন
এদিন কলেজ খোলার আগে সমস্ত শিক্ষক-শিক্ষাকর্মীদের নিয়ে ১৫ মিনিট অনলাইনে বৈঠক করেন উপাধ্যক্ষ। কলেজের অধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায় জানিয়েছেন, কলেজ পরিচালন সমিতির নির্দেশ মেনে পড়ুয়াদের সুরক্ষার স্বার্থে যাবতীয় বিধিনিষেধ জারি হয়েছে। ৮ জুলাই মঙ্গলবার থেকে এলএলএমের ক্লাস শুরু হবে।
এদিন সকাল ৭টা থেকে কলেজ খোলার পর অধ্যক্ষ-সহ শিক্ষক-অধ্যাপকরা নিয়ম মেনে কলেজে আসেন। উপযুক্ত কারণ ছাড়া কোনও শিক্ষার্থীকেই কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না। বহিরাগত বা অন্য কোনও ব্যক্তির ক্ষেত্রে বৈধ অনুমতি ছাড়া কলেজে প্রবেশের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তদন্তের স্বার্থে কলকাতা পুলিশের তরফে মূল ঘটনাস্থল ইউনিয়ন রুম, গার্ডরুম ‘সিল’ করে রাখা হবে। ওই এলাকায় কোনও পড়ুয়া বা শিক্ষক-শিক্ষাকর্মীদের প্রবেশের অনুমতি আপাতত নেই।
আরও পড়ুন : শাহী ইদগাহ বিবাদ মামলায় বড়সড় ধাক্কা খেল হিন্দু পক্ষ !