ত্বকের জন্য এই উপাদানগুলি খুবই ক্ষতিকর, ব্যবহারের আগে জানা দরকার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রসাধনীর ব্যবহার মানেই ত্বকের যত্ন নেওয়া, তা কিন্তু নয়। আর কিছু না হলেও, অন্তত নিয়মিত সিটিএম করাটা জরুরি। ত্বকের জেল্লা ধরে রাখতে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং প্রয়োজন। আসলে ত্বক হলো অত্যন্ত স্পর্শকাতর অংশ। ত্বকের কোনও প্রসাধনী ব্যবহারের আগে তাই প্রোডাক্ট সম্বন্ধে জেনে নেওয়া জরুরি। বাজারচলতি প্রসাধনী ত্বকের ক্ষতি করে। কোন উপাদানগুলি ত্বকের জন্য ক্ষতিকর?

সোডিয়াম লরিল সালফেট

শ্যাম্পু, ক্লিনজার, বডি ওয়াশের মতো কয়েকটি প্রসাধনীর অন্যতম উপাদান হল সোডিয়াম লরিল সালফেট। এই উপাদানটি ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে, তবে ত্বকে বেশি ক্ষণ রাখলে ত্বকের জলশূন্যতা তৈরি হয়।

সিলিকন

ময়শ্চারাইজার এবং সিরামে মূলত সিলিকন পাওয়া যায়। ত্বকে সাময়িক ভাবে জেল্লা ফিরিয়ে আনলেও সিলিকনের প্রতিনিয়ত ব্যবহার ত্বকের জন্য একেবারেই ভাল নয়।

নারকেল তেল

ত্বকের যত্নে বহু কাল আগে থেকেই নারকেল তেল ব্যবহৃত হয়ে আসছে। অনেকের কাছেই ঘরোয়া রূপচর্চার অন্যতম উপাদান নারকেল তেল। নারকেল তেল খাঁটি হলে ত্বকের জন্য তা উপকারী। কিন্তু নারকেল তেলে যদি রাসায়নিক কোনও উপাদান মেশানো থাকে তা হলে তা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। ত্বকে র‍্যাশ, লাল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যায়।

আরও পড়ুন:- এক বছরে ৭৩৯% বৃদ্ধি, লগ্নি করতে পারেন এই ৭ পেনি স্টকে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন