ট্রাম্পকে তোপ চিনের !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ব্রিকসের সদস্য দেশগুলির (BRICS) উপর অতিরিক্ত ১০ শতাংশ কর বসানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। এবার দেশগুলির উপর চাপ বাড়াতে ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করল চিন (China)। ট্রাম্পের হুমকি প্রকাশ্যে আসতেই একটি বিবৃতি দিয়েছে চিন।

আরও পড়ুন : যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর ? জানুন

চিনের বিদেশমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘এইভাবে শুল্কের ব্যবহার কারোর জন্যই লাভজনক নয়। ব্রিকস প্রথম থেকেই উন্মুক্ততা, অন্তর্ভুক্তি এবং সহযোগিতার প্রচার করে।’ সে দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং আরও বলেন, ‘চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে শুল্ক ব্যবহারের তীব্র বিরোধিতা করে চিন।’ ব্রিকস কোনও সংঘাত চায় না, সেটাও স্পষ্ট করেছেন তিনি।

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে (Rio de Janeiro) চলছে ব্রিকস সম্মেলন। ব্রিকসের সদস্য দেশ ভারত, ব্রাজিল, চিন, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরশাহি অংশ নিয়েছে তাতে। ওই দশ দেশের তরফে একটি যৌথ বিবৃতিতে আমেরিকার নাম না করে শুল্ক ব্যবস্থার অপব্যবহার নিয়ে ব্রিকসের অবস্থান জানানো হয়। এরপরই ওই দেশগুলির উপর অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি ট্রুথ সোশ্যালে লেখেন, ‘যে দেশ ব্রিকসের আমেরিকা-বিরোধী নীতির সঙ্গে নিজেদের যুক্ত করবে তাদের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই নীতির কোনও ব্যতিক্রম হবে না।’ আর ট্রাম্পের এই হুঁশিয়ারির পরই মুখ খুলল ব্রিকসের সদস্য দেশ চিন।

আরও পড়ুন : দুধ চা খালি পেটে খেলে সর্বনাশ, কী হয় ? জানুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন