উত্তাল হবে সমুদ্র, কোন কোন জেলায় সতর্কতা জারি ? দেখুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-বঙ্গের আকাশে ঘনীভূত নিম্নচাপ । আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী 7 দিন মেঘ ও রোদের লুকোচুরি খেলা চলবে । দিনের বেশিরভাগ সময় মেঘের আড়ালেই থাকবে সূর্য । এই আবহে উত্তাল হতে পারে সমুদ্র ৷ সেই কারণে আগামী সোমবার পর্যন্ত উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

আবহাওয়াবিদদের মতে, গত দুই বছরের তুলনায় এই বছর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি ৷ সমুদ্রে নিয়মিত ব্যবধানে তৈরি হচ্ছে চক্রবৎ ঘূর্ণাবর্ত এবং তা নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হচ্ছে । অবশ্য আবহাওয়াবিদদের মতে, এটি স্বাভাবিক ঘটনা ৷

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাস

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷ দিনের আকাশ থাকবে মেঘলা ৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

বিগত দিনের তাপমাত্রার রেকর্ড :

রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.7 ডিগ্রি সেলসিয়াস কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 92 এবং সর্বনিম্ন 83 শতাংশ ৷

আরও পড়ুন:- ৯ জুলাই বামেদের বনধ, তার আগে সরকারি কর্মীদের বড় নির্দেশ নবান্ন থেকে ।

আলিপুর আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিন

আলিপুর আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিন অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপরে থাকা ঘূর্ণাবর্তটি নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে । নিম্নচাপটির অভিমুখ ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের দিকে রয়েছে । নিম্নচাপ সংলগ্ন ঘূর্ণাবর্তটি দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে । বাঁকুড়া, দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা । আগামী সাত দিন এর প্রভাবে রাজ্যে চলবে ঝড়বৃষ্টি ।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে । হাওয়া অফিসের তরফে জারি করা হয়েছে হলুদ সতর্কতাও ৷ বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে । আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে । আটটি জেলার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । মঙ্গল এবং বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ উত্তরের এই 4 জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে । আগামী শনিবার পর্যন্ত উত্তরের 8টি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের ।

আরও পড়ুন:- রাজ্যের সরকারি হাই-স্কুলে ৩৫৭২৬ টি শূন্যপদে শিক্ষক নিয়োগ চলছে ! কিভাবে আবেদন করবেন ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন