ব্রিকস সম্মেলন আয়োজিত দেশগুলোকে ট্রাম্পের হুঁশিয়ারি।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর বিশ্বের একাধিক দেশের উপর করের বোঝা বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তাঁর সেই সিদ্ধান্তের কারণে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার সৃষ্টি হয় ৷ রবিবার 17তম ব্রিকস সম্মেলনে ট্রাম্পের সেই নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন রাষ্ট্র নেতারা ৷ ব্রিকসের সেই আলোচনার কয়েকঘণ্টার মধ্যে শুল্কের পরিমাণ আরও 10 শতাংশ বাড়ানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ৷

আমেরিকার স্থানীয় সময় রবিবার রাতে এই প্রসঙ্গে ‘ট্রুথ সোশাল’এ পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ৷ লেখেন, “ব্রিকস সম্মেলনে আমেরিকা বিরোধী নীতির সঙ্গে যুক্ত হলে, সেই সমস্ত দেশের উপর আরও 10 শতাংশ শুল্ক চাপানো হবে ৷ এই নীতিতে কোনও রকম পরিবর্ত করা হবে না ৷” সোশালে পৃথক একটি পোস্টে তিনি আরও লেখেন, “সোমবার থেকে বিশ্বের বিভিন্ন দেশে শুল্ক এবং বাণিজ্য সংক্রান্ত চিঠি পাঠানো হবে মার্কিন প্রশাসনের তরফে ৷ এই বিষয়ে সকলের সহযোগীতার জন্য ধন্যবাদ ৷”

দেশের অর্থনৈতিক উপদেষ্টাদের সঙ্গে কয়েক দফার বৈঠকের পর গত 2 এপ্রিল ‘পারস্পরিক শুল্ক’ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ৷ ভারতের উপর 26 শতাংশ, চিনের উপর 34 শতাংশ, ইউরোপীয় ইউনিয়নের উপর 20 শতাংশ এবং জাপানের উপর 24 শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প । ‘মেক আমেরিকা ওয়েলথি অ্যাগেইন’ অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা করেন তিনি ৷ তাঁর সেই ঘোষণার পর আন্তর্জাতিক অর্থনীতিতে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয় ৷ বিশ্ব বাণিজ্যেও এর প্রভাব পড়ে ৷

আরও পড়ুন:- ৯ জুলাই বামেদের বনধ, তার আগে সরকারি কর্মীদের বড় নির্দেশ নবান্ন থেকে ।

রবিবার এই আবহে ট্রাম্পের শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তের বিরোধিতা করেন ব্রিকসের সদস্য দেশের নেতারা ৷ তাঁরা জানান, নির্বিচারে শুল্ক বৃদ্ধি কিংবা শুল্ক আরোপ না-করার মতো বাণিজ্য নিয়ন্ত্রণমূলক পদক্ষেপগুলির কারণে বিশ্বব্যাপী সরবরাহের শৃঙ্খলা ব্য়হত, বিশ্ব বাণিজ্যের পরিমাণ হ্রাস এবং আন্তর্জাতিক অর্থনৈতিক এবং বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হয় ৷ মার্কিন প্রেসিডেন্টের গৃহীত সিদ্ধান্তে সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানান ব্রিকসের নেতারা ৷ অবশ্য়, যৌথ ঘোষণাপত্রে কোথাও ট্রাম্পের নাম উল্লেখ করেননি তাঁরা ৷

শুধু বর্ধিত শুল্ক নীতি নিয়ে নয়, ইরানের উপর মার্কিন হামলারও এদিন প্রতিবাদ করেন ব্রিকসের নেতারা ৷ সেই সঙ্গে, মধ্যপ্রাচ্যে ইজরায়েলি হানারও বিরুদ্ধে সুর চড়ান তাঁরা ৷ প্রকাশিত ঘোষণাপত্রে তাঁরা বলেন, “13 জুন ইসলামিক রিপাবলিক অফ ইরানের উপর সামরিক সংঘাতের আমরা তীব্র নিন্দা জানাই ৷ এই সংঘাতের জেরে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে ৷ সেই সঙ্গে, ইন্টারন্যাশনাল অ্যাটোম এনার্জি এজেন্সি(আইএইএ)-এর অধীনে থাকা ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলার তীব্র নিন্দা জানানো হচ্ছে ৷” এরপরই বর্ধিত শুল্কের বিষয়টি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ৷

মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিকস 2024 সালে সম্প্রসারিত হয় ৷ 2025 সালে এতে যোগ দেয় মিশর, ইথিওপিয়া, ইরান, ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহী ৷ উল্লেখ্য, ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরোতে আয়োজিত দুই দিনের এই শীর্ষ সম্মেলনে অনুপস্থিত ছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তাঁর রুশ প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিন ৷

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মিশরের আবদেল-ফাতাহ এল-সিসিও এই সম্মেলনে যোগ দেননি ৷ 2012 সালে মসনদে বসার পর এই প্রথম ব্রিকস সম্মেলনে অনুপস্থিত চিনের প্রেসিডেন্ট ৷ অন্যদিকে, ইউক্রেনে হামলার পর রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ৷ তারপর থেকে বিদেশ সফর বিরত রয়েছেন তিনি ৷

আরও পড়ুন:- রাজ্যের সরকারি হাই-স্কুলে ৩৫৭২৬ টি শূন্যপদে শিক্ষক নিয়োগ চলছে ! কিভাবে আবেদন করবেন ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন