Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আপনি কি স্মার্টফোন ব্যবহার করেন? তাহলে আজই ডাউনলোড করুন এই তিনটি মোবাইল অ্যাপ্লিকেশন (Mobile Apps). যদি বাড়ি বসে টাকা কামাতে চান তাহলে তো এই অ্যাপগুলির বিকল্প নেই। অনেক কম সময়ের মধ্যেই টাকা আয় করতে পারবেন। আর আপনিও মালামাল হবেন। আসুন জেনে নেওয়া যাক কোন তিনটি অ্যাপের কথা বলা হচ্ছে।
Top 3 Mobile Apps For Earn Money
বাড়ি বসে টাকা রোজগার করার জন্য এখন আপনার হাতে থাকা স্মার্টফোনটিই যথেষ্ট। কারণ এমন কিছু মোবাইলের অ্যাপ (Smartphone Applications) ব্যবহার হচ্ছে যেগুলি শুধু বিনোদন নয় বরং তার সঙ্গে আপনাকে বাড়ি বসে
টাকা রোজগার করারও সুযোগ করে দিচ্ছে। এমনই তিনটি অ্যাপ্লিকেশন সম্পর্কে এই প্রতিবেদনে আলোচনা করা হল। আর দেরি না করে চটপট দেখে নেওয়া যাক।
আরও পড়ুন:- ৯ জুলাই বামেদের বনধ, তার আগে সরকারি কর্মীদের বড় নির্দেশ নবান্ন থেকে ।
মোবাইল দিয়ে ইনকাম করার সেরা ৩ অ্যাপ!
১) Keettoo
প্রথমে যে অ্যাপটির কথা বলব সেই অ্যাপটির নাম হল Keettoo. সাধারণত এই অ্যাপটিতে কি বোর্ড কিছু বিজ্ঞাপন শো করা হয়। এবার আপনি যত বিজ্ঞাপন দেখবেন সেখান থেকে আপনার তত টাকা ঢুকবে অ্যাকাউন্টে। হিসেব করে বলা যায়, প্রতি বিজ্ঞাপনে অ্যাকাউন্টে ১ টাকা করে ক্রেডিট হবে। আর এই টাকা আপনি আপনার এটিএম অ্যাকাউন্ট দ্বারা ট্রান্সফার করতে পারেন। অবসর সময়ে বাড়ি বসে আয় করতে চাইলে এই অ্যাপটি আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন।
২) FOAP
দ্বিতীয় যে অ্যাপটির কথা বলব সেটি হল FOAP. যদি আপনি একজন মোবাইল ফটোগ্রাফার হন আর যদি আপনি ছবি তুলতে ভালোবাসেন তাহলে এই FOAP অ্যাপটি নিতে পারবেন। এই অ্যাপটি থেকে আপনি প্রতি ছবিতে আয় করতে পারবেন ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। তবে তার জন্য প্রথমে একাট অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে।
৩) Yumchek
তৃতীয় যে অ্যাপটির কথা বলা হবে সেটি হল Yumcheck. এই অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ধরনের ফোনেই কাজ করে। আপনি যদি রেস্তোরাঁয় খাবার খেয়ে এর দ্বারা বিল পেমেন্ট করেন তাহলে আপনি পয়েন্ট পাবেন। এছাড়াও এই অ্যাপের আরও একটি সুবিধা হল অ্যাপটি আপনাকে দেখাবে আপনার লোকাল এরিয়াতে কোন কোন রেস্তোরাঁ আছে সেটি।
উপসংহার
যে তিনটি অ্যাপের সন্ধান দেওয়া হল আজকে এই প্রতিবেদনে আপনিও সেই সকল অ্যাপ ব্যবহার করে মালামাল হতে পারেন। তবে মনে রাখবেন, অ্যাপগুলি ডাউনলোড করার আগে সমস্ত শর্তাবলী পড়ে নেবেন আর দেখে বুঝে অ্যাপগুলি ব্যবহার করবেন।
আরও পড়ুন:- মহিলাদের হার্ট অ্যাটাকের লক্ষণ পুরুষদের থেকে অনেকটাই ভিন্ন, জেনে রাখা দরকার