১ দিনে প্রায় ১৮% লাফ, কেন দাম বাড়ছে এই স্মল-ক্যাপ স্টকের? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

today's top gainers in the share market

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সপ্তাহের শুরুর দিনই লাফ। বাজার খুলতে লাফিয়ে বাড়ছে জেপি পাওয়ারের শেয়ার দর। ৭ জুলাই, সোমবার দুপুর ১২টা নাগাদ ১৫% বেড়ে যায় শেয়ারটির দর। তারপরেও ঊর্ধ্বগামী শেয়ারের দাম। দুপুর দেড়টা নাগাদ প্রায় ১৮ শতাংশ বেড়ে যায় জেপি পাওয়ারের শেয়ার দর। ওই সময়ে ৩ টাকারও বেশি বেড়ে ২২ টাকারও উপরে চলে গিয়েছে স্টকের দাম। সেই সময়েও নানা অ্যাপে দেখা গিয়েছে, এই সংস্থার স্টকের সেল অর্ডার কোয়ান্টিটি, বাই অর্ডারের তুলনায় অনেকটাই বেশি ছিল।

কেন বাড়ছে দাম?

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রের খবর, আদানি গোষ্ঠী জয়প্রকাশ অ্যাসোসিয়েটসকে কিনে নিতে পারে। এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, জেপি পাওয়ারের ২৪ শতাংশ মালিকানা রয়েছে জয়প্রকাশ অ্যাসোসিয়েটসের কাছে।

সম্প্রতি বিজ়নেস স্ট্যান্ডার্ডের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জয়প্রকাশ অ্যাসোসিয়েটস লিমিটেড কেনার জন্য সবচেয়ে বেশি দর হেঁকেছে আদানি গোষ্ঠী। জয়প্রকাশ অ্যাসোসিয়েটস-কে এখন দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া চলছে। ওই সংস্থাটিকে কেনার জন্য ১২৫০০ কোটি টাকার দর দিয়েছে আদানি।

আরও পড়ুন:- ৯ জুলাই বামেদের বনধ, তার আগে সরকারি কর্মীদের বড় নির্দেশ নবান্ন থেকে ।

শুধু আদানি নয়, এই সংস্থাটিকে কেনার দৌড়ে রয়েছে আরও কয়েকটি সংস্থা। সেই তালিকায় রয়েছে বেদান্ত গ্রুপ, ডালমিয়া ভারত সিমেন্ট, জিন্দাল পাওয়ার এবং পিএনজি ইনফ্রাটেক। ওই সংস্থা কেনার দৌড়ে ছিল Jaypee ইনফ্রাটেক লিমিটেড। কিন্তু সেই বিড বাতিল করে দেওয়া হয়েছে। যদিও পিটিআই সূত্রের খবর, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছিল ওই সংস্থা। তবে সেটা গ্রাহ্য হয়নি।

লাফিয়ে বাড়ছে স্টকের দাম:

গত এক মাসে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ২২%। ৭ জানুয়ারি থেকে অর্থাৎ গত ৬ মাসে জেপি পাওয়ারের শেয়ারের দাম বেড়েছে ২৫.৪%। জেপি পাওয়ারের মার্কেট ক্যাপ প্রায় ১৫ হাজার কোটি টাকার কাছাকাছি।

( Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- মহিলাদের হার্ট অ্যাটাকের লক্ষণ পুরুষদের থেকে অনেকটাই ভিন্ন, জেনে রাখা দরকার

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন