১৪টি দেশের ওপর ভারী শুল্ক চাপালেন ট্রাম্প, কোন দেশের জন্য কত কর ? দেখুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্ধিত শুল্কের পরিমাণ জানিয়ে সোমবার এক ডজনেরও বেশি রাষ্ট্রনেতাদের উল্লেখ করে সোশাল মিডিয়ার মাধ্যমে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ নয়া শুল্ক নীতির আওতায় কোন দেশকে ঠিক কতটা পরিমাণ কর দিতে হবে, খোলা চিঠিতে তা স্পষ্ট জানিয়েছেন ট্রাম্প ৷ তবে, এখনই তা কার্যকর করা হচ্ছে না ৷ আগামী 1 অগস্ট পর্যন্ত ‘লিবারেশন ডে’ পারস্পরিক শুল্ক কার্যকরের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ৷

সোমবার হোয়াইট হাউসের তরফে প্রকাশিত নির্দেশনামা ট্রাম্প বলেন, “একাধিক শীর্ষ আধিকারিকদের পরামর্শ এবং একাধিক সূত্র মারফৎ পাওয়া তথ্যের ভিত্তিতে নয়া শুল্ক নীতি কার্যকরের সময়সীমা বাড়ানো সিদ্ধান্ত নিয়েছি ৷ সেই সঙ্গে, বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা হবে এমন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আগামী 1 অগস্ট রাত 12টা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে ৷”

মার্কিন অর্থনীতি চাঙ্গা করতে নির্বাচনী প্রচার থেকেই শুল্ক নীতিতে বদলের ইঙ্গিত দেন ডোনাল্ড ট্রাম্প ৷ জানুয়ারিতে দ্বিতীয়বার ওভাল অফিসের দায়িত্বে আসার পর তাঁর সেই ইঙ্গিত বাস্তবায়নের পথ মসৃণ হয়ে যায় ৷ দেশের অর্থনৈতিক উপদেষ্টাদের সঙ্গে কয়েক দফার বৈঠকের পর গত 2 এপ্রিল আমেরিকার মুক্তি দিবসের দিন পারস্পরিক শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ৷

আরও পড়ুন:- ৯ জুলাই বামেদের বনধ, তার আগে সরকারি কর্মীদের বড় নির্দেশ নবান্ন থেকে ।

নয়া শুল্ক নীতিতে ভারতের উপর 26 শতাংশ, চিনের উপর 34 শতাংশ, ইউরোপীয় ইউনিয়নের উপর 20 শতাংশ এবং জাপানের উপর 24 শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প । সেই ঘোষণার পর আন্তর্জাতিক অর্থনীতিতে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয় ৷ বিশ্ব বাণিজ্যেও এর প্রভাব পড়ে যথেষ্ট ৷ পরিস্থিতি সামাল দিতে নয়া শুল্ক কার্যকরের জন্য 90 দিনের সময়সীমা বেঁধে দেন তিনি ৷ সেই সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্য সমস্ত ব্যবসায়িক অংশীদার রাষ্ট্রগুলিকে 9 জুলাইয়ের সময়সীমা বেঁধে দেন ট্রাম্প ৷

অন্যদিকে, নয়া শুল্ক নীতির প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত-সহ বেশ কয়েকটি বাণিজ্যিক অংশীদার রাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য তৈরি হয় ট্রাম্পের ৷ চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে চাইছে ভারত ও আমেরিকা ৷ এই বিষয়ে ইতিমধ্যেই দ্বিপাক্ষিক আলোচনাও শুরু করে দিয়েছে দুই দেশ ৷

এই আবহে শুল্ক কার্যকরের জন্য ট্রাম্প সময়সীমা বাড়ানোর ফলে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত করার আগে সমস্যাগুলি সমাধানে আরও কিছুটা সময় পেয়ে গেল নয়াদিল্লি ৷ অবশ্য, চিনের সঙ্গে বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এখনও বিশবাঁও জলে ৷ উল্লেখ্য, চিনের উপর 55 শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে আমেরিকা ৷

তবে, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্তের খুব কাছাকাছি চলে এসেছেন বলে সোমবার জানান মার্কিন প্রেসিডেন্ট ৷ এদিন হোয়াইট হাউসে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বি-পাক্ষিক নৈশভোজের পর সাংবাদিকদের তিনি বলেন, “ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়ে গিয়েছে ৷ ভারতের সঙ্গে খুব শীঘ্রই চুক্তি স্বাক্ষর করা হবে ৷ আলোচনার পর যে সমস্ত রাষ্ট্র বাণিজ্য চুক্তিতে সহমত পোষণ করেনি, তাদের চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে ৷”

উল্লেখ্য, নয়া শুল্ক নীতি অনুযায়ী করের পরিমাণ জানিয়ে বাংলাদেশ, বোসনিয়া, হেরজেগোবিনা, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, জাপান, কাজাখস্তান, লাও পিপলস্ ডেমোক্রেটিক রিপাবলিক, মালয়েশিয়া, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড এবং তিউনিসিয়ার রাষ্ট্রনেতাদের চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ৷ তিনি বলেন, “মার্কিন পণ্য়ের উপর আমদানি শুল্ক 200 শতাংশ ধার্য করেছে বেশ কয়েকটি রাষ্ট্র ৷ তাদের সঙ্গে বাণিজ্য করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল ৷” সেকারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

এশিয়ার গুরুত্বপূর্ণ দুই অংশীদারের সঙ্গে বাণিজ্যে স্থিতিশীলতা আনার জন্য জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত পণ্যের উপর 25 শতাংশ আরোপ করেছে ওয়াশিংটন ৷ অন্যদিকে, বাংলাদেশের উপর 35 শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ৷

আরও পড়ুন:- মহিলাদের হার্ট অ্যাটাকের লক্ষণ পুরুষদের থেকে অনেকটাই ভিন্ন, জেনে রাখা দরকার

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন