১০ জেলায় হাই অ্যালার্ট জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় নিম্নচাপ অঞ্চল এবং তার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তের কারণে রাজ্যজুড়ে শুরু হয়েছে বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা এবং কলকাতায় গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে ব্যহত জনজীবন। হাওয়া অফিসের পূর্বাভাস,  পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। বরং চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সঙ্গে বইবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতির ঝোড়ো হাওয়া।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যা উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে ঝাড়খণ্ড ও উত্তর ছত্তীসগঢ়ের দিকে। একইসঙ্গে, সক্রিয় মৌসুমি বায়ু ও রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে পুরুলিয়া পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা এই দুর্যোগের মূল উৎস।

বৃষ্টি ও সতর্কতা:
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি চলবে। পুরুলিয়া ও ঝাড়গ্রামে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন:- ৯ জুলাই বামেদের বনধ, তার আগে সরকারি কর্মীদের বড় নির্দেশ নবান্ন থেকে ।

তাপমাত্রা ও বৃষ্টির পরিমাণ:
সোমবার (কলকাতা): সর্বোচ্চ তাপমাত্রা: ২৯.২°C (স্বাভাবিকের চেয়ে ৩.৩°C কম)। সর্বনিম্ন তাপমাত্রা: ২৫.৪°C (স্বাভাবিকের চেয়ে ১.৪°C কম)

মঙ্গলবারের পূর্বাভাস: সর্বোচ্চ: ৩১°C, সর্বনিম্ন: ২৬°C
গত ২৪ ঘণ্টার বৃষ্টি পরিমাণ: আলিপুর: ৮১.৬ মিমি, দমদম: ৯৯.৩ মিমি, সল্টলেক: ৮৮.৩ মিমি

কলকাতা শহরের একাধিক এলাকায় জমেছে জল:
বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, ফিয়ার্স লেন, কাঁকুড়গাছি, পাতিপুকুর, উল্টোডাঙা আন্ডারপাস সহ একাধিক রাস্তায় হাঁটু পর্যন্ত জল।

আরও পড়ুন:- মহিলাদের হার্ট অ্যাটাকের লক্ষণ পুরুষদের থেকে অনেকটাই ভিন্ন, জেনে রাখা দরকার

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন