Bangla News Dunia, Pallab : ভারতবর্ষের জনসাধারণের জন্য অতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আধার কার্ড (Aadhaar Card). আধার কার্ড না থাকলে অধিকাংশ ক্ষেত্রেই অসুবিধা দেখা দেবে। সরকারি সাহায্য থেকে, পরীক্ষা, চাকরির আবেদন, নতুন ব্যাংক একাউন্ট খোলা সবেতেই প্রয়োজন হয় আধার কার্ড। তবে যদি আপনি নতুন করে আধার কার্ড তৈরি করতে চান অথবা আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) করতে চান তো কিছু নথি আপনার কাছে অবশ্যই থাকতে হবে। দেখে নিন নতুন জারি হওয়া নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত তথ্য।
আরো পড়ুন : সবাইকে নতুন বাড়ি তৈরি করে দিচ্ছে মোদী সরকার ! কিভাবে আবেদন জানাবেন ?
New Announcement Related Aadhaar Card
ভারতের আধার কার্ডধারীদের জন্য বড় খবর। দেশবাসীর জন্য নতুন নির্দেশিকা জারি হয়েছে। আর এই নির্দেশিকা প্রত্যেককে মেনে চলতে হবে। নতুন আধার কার্ড তৈরি কিংবা আধার কার্ড আপডেট করার ক্ষেত্রে এই নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সম্প্রতি UIDAI আধার কার্ড তৈরির জন্য প্রয়োজনীয় নথির তালিকা আপডেট করেছে। এখন আপনাকে জেনে নিতে হবে এই নথিগুলি কী কী। আসুন তবে একনজরে দেখে নেওয়া যাক।
আধার কার্ড আপডেট করতে প্রয়োজনীয় নথি!
বর্তমানে আধার কার্ডের আপডেট চলছে। আর তার সঙ্গে চলছে নতুন আধার কার্ড তৈরি করা। আর এইসব ক্ষেত্রে প্রয়োজন হয় কিছু ডকুমেন্ট। আপনার কাছে যদি এই ডকুমেন্টগুলি না থাকে তাহলে কিন্তু বিপদে পড়বেন। তাই অবশ্যই চোখ বুলিয়ে নিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টগুলিতে। UIDAI-এর আধার কার্ড সম্পর্কিত কাজের জন্য প্রয়োজনীয় নথিগুলির তালিকা। আপডেটগুলি প্রযোজ্য হবে ২০২৫-২৬ অর্থবছরে আধার তালিকাভুক্তি এবং আপডেট উভয়ের ক্ষেত্রেই।
কোন কোন নথি প্রয়োজন হবে?
UIDAI আধার কার্ড তৈরি ও আপডেট সংক্রান্ত বিষয়ে যে নথির তালিকা প্রকাশ করেছে সেগুলি প্রযোজ্য হবে কাদের জন্য? নথির তালিকা জানার আগে এগুলি জেনে নেওয়া দরকার।
এগুলি প্রয়োজন হবে তাঁদের জন্য যারা-
- ভারতীয় নাগরিক
- বিদেশে বসবাসকারী ভারতীয়রা (OCI কার্ডধারী)
- যারা পাঁচ বছরের বেশি বয়সী শিশু
- যারা দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে ভারতে বসবাস করছেন। এবার দেখে নেওয়া যাক বৈধ ডকুমেন্ট গুলির তালিকা।
ভারতীয় পাসপোর্টে প্রয়োজন হবে চার ধরণের প্রমাণপত্রে। সেগুলি হল
- পরিচয়পত্রের প্রমাণপত্র (আইডি),
- ব্যক্তির ঠিকানা,
- তাঁর সম্পর্ক এবং
- জন্ম তারিখ।
- প্যান কার্ড
- ব্যক্তির ভোটার আইডি কার্ড
- রেশন কার্ড
- ড্রাইভিং লাইসেন্স
- পেনশন কার্ড
- ব্যাঙ্কের পাসবুক
আরও পড়ুন : যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর ? জানুন