Bangla News Dunia, Pallab : কলেজ ক্যাম্পাসে ঢুকে কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে দিয়ে মাথা টেপানোর অভিযোগ উঠল ৪৪ বছর বয়সী ছাত্রনেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোনারপুর কলেজে। ঘটনায় অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রতীক কুমার দে। রাজপুর টাউন যুব কংগ্রেসের সভাপতি পদেও রয়েছেন তিনি। এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ভিডিওতেই দেখা গিয়েছে এই ছবি। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। এই প্রসঙ্গে অভিযুক্ত জানিয়েছেন যে, “আমি তো এরকম কিছু জানি না। ভুল তথ্য পরিবেশন হচ্ছে। বিকৃত করা হচ্ছে। ভিডিওটা পুরো এডিট করা। দেখেই তো বোঝা যাচ্ছে।”
আরো পড়ুন : সবাইকে নতুন বাড়ি তৈরি করে দিচ্ছে মোদী সরকার ! কিভাবে আবেদন জানাবেন ?
এই বিষয়ে মুখ খুলেছেন সোনাপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার। তাঁর বক্তব্য, “আমি ভিডিওটা অনেকবারই দেখেছি। ওটা যে এআই (AI) ভিডিও নয়, সেটা বুঝতে গেলে ভিডিও এডিটর হওয়ার প্রয়োজন নেই। দল জানতে পেরেছে। দলকে জানানো হয়েছে। আশাবাদী খুব তাড়াতাড়ি দল সিদ্ধান্ত নেবে।”
সূত্রের খবর, প্রতীক তৃণমূল বিধায়ক লাভলি মিত্রের ‘কাছের লোক’। কিছুদিন আগেই সোনারপুর কলেজের কো অর্ডিনেটর হিসাবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। যদিও এই বিষয়ে লাভলি মিত্রের তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি। এই ঘটনার ভিডিওটি এক্স-এ পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মমতা ব্যানার্জির বাংলায় শিকারিদের পদোন্নতি।’
আরও পড়ুন : যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর ? জানুন