লিস্টিংয়েই বাড়ল দাম, লগ্নিকারীদের ঝুলি ভরিয়ে দিল কলকাতার এই সংস্থা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

ipo

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আইপিও ইস্যু প্রাইসের থেকে বেশি দামে স্টক এক্সচেঞ্জে লিস্টিং হলো ক্রাইজ়্যাক লিমিটেডের আইপিও। কলকাতার এই এডুকেশনাল কনসালট্যান্ট সংস্থার আইপিও নিয়ে লগ্নিকারীদের আগ্রহ ছিল তুঙ্গে। গ্রে মার্কেট থেকেও এই শেয়ারের দাম বৃদ্ধির ইঙ্গিত মিলেছিল। সেই প্রত্যাশা মতোই দেশের দুই স্টক এক্সচেঞ্জে প্রায় সাড়ে ১৪ শতাংশ বেশি দামে লিস্টিং হয়েছে এই সংস্থার স্টকের।

ক্রাইজ়্যাক আইপিও-র ইস্যু প্রাইস ছিল ২৩৩ টাকা থেকে ২৪৫ টাকা। বম্বে স্টক এক্সচেঞ্জে এই সংস্থার শেয়ারের লিস্টিং হয়েছে ২৮০ টাকায়। অর্থাৎ ১৪.২৯ শতাংশ বেশি দামে লিস্টিং হয়েছে এই সংস্থার। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই সংস্থার শেয়ারের লিস্টিং হয়েছে ২৮১.০৫ টাকা। যা ইস্যু প্রাইসের থেকে ১৪.৭১ শতাংশ বেশি।

আরও পড়ুন:- দুবাইতে স্থায়ীভাবে বসবাস অনেকটাই সহজ হয়ে গেল! কি সুবিধা ঘোষণা করল UAE সরকার ? জানুন

এই আইপিও-র পুরোটাই ছিল অফার-ফর-সেল। ৩.৫১ কোটি শেয়ার ওএফএস-এর মাধ্যমে বাজারে ছাড়া হয়েছিল। কোনও ফ্রেশ ইস্যু করা হয়নি। ২ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত চলেছে এই আইপিও-র সাবস্ক্রিপশন। যে সংখ্যক শেয়ার এই সংস্থার বাজারে ছেড়েছে, তা কিনতে ৬২.৮৯ গুণ আবেদন জমা পড়েছিল। এর মাধ্যমে বাজার থেকে ৮৬০ কোটি টাকা তুলেছে ক্রাইজ়্যাক। আইপিও আসার আগে অ্যাঙ্কর ইনভেস্টরদের থেকে ২৪৫ কোটি টাকা তুলেছে এই সংস্থা।

২০১১ সালে তৈরি হয়েছিল এই সংস্থা। তার পর বি২বি এডুকেশন স্পেসে নিজের জায়গা পাকা করেছে। ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, নিউ জ়িল্যান্ডের মতো দেশে উচ্চ শিক্ষার জন্য পড়ুয়াদের সহায়তা করে এই সংস্থা। দেশের দুই স্টক এক্সচেঞ্জে লিস্টিংয়ের পর শেয়ারের দর বৃদ্ধিতে এই সংস্থার মার্কেট ক্যাপিটালাইজ়েশন হলো ৪ হাজার ৭৫৯ কোটি টাকা।

(Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- পোষা কুকুর বা বিড়াল আঁচড়ালেও কি ইনজেকশন নিতে হবে ? জেনে রাখা জরুরি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন