Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন,রাজ্য সরকার কবে সামাজিক প্রকল্পগুলির আওতায় আর্থিক সহায়তা বাড়াবে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হল! এদিকে সূত্রের খবর অনুযায়ী, রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা ও কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে। এই সিদ্ধান্ত শুধুমাত্র জনমুখী নয়, বরং এক বৃহৎ নির্বাচনী স্ট্র্যাটেজির অংশও বলে মনে করছে রাজনৈতিক মহল। আসুন তাহলে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক
আরো পড়ুন : সবাইকে নতুন বাড়ি তৈরি করে দিচ্ছে মোদী সরকার ! কিভাবে আবেদন জানাবেন ?
কী পরিবর্তন আসছে এই প্রকল্পগুলিতে?
প্রধানত তিনটি প্রকল্প নিয়ে আলোচনা করছি—
- লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar)
- বার্ধক্য ভাতা (Old Age Pension)
- কৃষক বন্ধু (Krishak Bandhu)
নিচে বিস্তারিত আলোচনা করা হলো প্রতিটি রাজ্যের প্রকল্পে নতুন আপডেট, টাকা ঢোকার তারিখ, এবং কীভাবে নতুন করে আবেদন করবেন।
লক্ষ্মীর ভান্ডার: গৃহিণীদের জন্য স্বনির্ভরতার নতুন দিগন্ত
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকেই রাজ্যের কোটি কোটি মহিলা উপকৃত হচ্ছেন। এখন নতুন ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পে মাসিক ভাতার পরিমাণ বাড়তে পারে তবে এখনো স্পষ্ট নয়।
আপডেট পয়েন্ট:
- আগে: সাধারণ শ্রেণির জন্য ₹১,০০০, তপশিলি জাতি/উপজাতি শ্রেণির জন্য ₹১,২০০ পেয়ে থাকে।
- নতুন প্রস্তাব: সাধারণ শ্রেণির জন্য ₹১,৫০০ এবং SC/ST শ্রেণির জন্য ₹১,৮০০ করা হতে পারে তবে সরকারি ঘোষণা আসেনি।
কবে আসবে বাড়তি টাকা?
সূত্র মারফত জানানো হয়েছে, আগামী আগস্ট ২০২৫ মাস থেকেই নতুন হারে টাকা পাঠানো শুরু হতে পারে তবে সরকারি আপডেট এর অপেক্ষায় থাকতে হবে ।
আরও পড়ুন : যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর ? জানুন