Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি হল নবগ্রহের মধ্যে সবচেয়ে শুভ । বৃহস্পতি হলেন দেবতাদের আচার্য । সেই কারণে বৃহস্পতিকে বলা হয় দেবগুরু । এই গ্রহ জ্ঞান, ধর্ম, সম্পদ ও প্রতিপত্তির প্রতীক । দেবগুরু বৃহস্পতির উদ্দেশ্যে যে পূর্ণিমা তিথি নিবেদিত, সেটি গুরু পূর্ণিমা নামে পরিচিত ।
কবে গুরু পূর্ণিমা ?
আষাঢ় মাসের পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয় । এই বছর গুরু পূর্ণিমা পড়েছে 10 জুলাই বৃহস্পতিবার । সনাতন ধর্মে মহর্ষি বেদব্যাসকে প্রথম গুরু বলা হয় । মনে করা হয় এই দিনেই বেদব্যাসের জন্ম হয়েছিল । গুরু পূর্ণিমায় শিক্ষক বা গুরুকে শ্রদ্ধা নিবেদন করার রীতি প্রচলিত আছে । জ্যোতিষশাস্ত্রেও গুরু পূর্ণিমায় কিছু নিয়মের কথা বলা হয়েছে ৷
প্রাচীন কাল থেকে গুরুর বিশেষ মাহাত্ম্য পরিলক্ষিত হয়েছে । তাঁরাই আমাদের সঠিক পথ দেখিয়ে থাকেন । তাই এইদিন গুরুর চরণে অর্পন করা হয় ৷ পাশাপাশি জ্যোতিষ শাস্ত্রে গুরুকে বিষ্ণু ও বৃহস্পতির রূপ মনে করা হয় । জ্যোতিষী রাহল দে জানান, এইদিন কিছু নিয়ম মেনে চলা জরুরি, যা আপনার জীবনে আনতে পারে সঠিক সাফল্য ৷ এবছর গুরু পূর্ণিমায় সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হচ্ছে ৷ সনাতন ধর্ম অনুযায়ী এই যোগ অত্যন্ত শুভ যোগ । জেনে নিন, এইদিন কী কী করবেন ?
জ্যোতিষী রাহুল দে বলেন, “সম্ভব হলে এইদিন খুব ভোরে উঠে গঙ্গাস্নান করুন ৷ স্নান করে মা বাবাকে প্রণাম করুন এতে জীবনে চলার পথে আর্শীবাদ লাভ হয় ৷ নিজের সাধ্যমতো গরীবদের দান করতে পারেন ৷ যদি দীক্ষা নেওয়ার কথা ভাবেন এইদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয় ৷ এইদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গুরুর চরণে হলুদ বা সাদা ফুল অর্পন করুন ৷ এইদিন নিরামিষ আহার করা ভালো ৷ স্নান করে গীতা পাঠ করলে শান্তি পাওয়া যায় ৷ “
এছাড়াও জ্যোতিষীর মতে, গুরু যন্ত্র স্থাপন করুন ৷ এতে শিক্ষা লাভের সম্ভার হয় ও জীবনে সফল হওয়া যায় ৷ ছাত্রছাত্রীরা লেখাপড়ায় বারবার বাধার মুখে পড়লে গুরু পূর্ণিমায় ঘরে গুরু যন্ত্র স্থাপন করলে ভালো ফল পাওয়া যায় । প্রতিদিন সব নিয়ম মেনে গুরু যন্ত্রের আরাধনা করা জরুরি । এই যন্ত্র ঘরে থাকলে জ্ঞান, সম্পদ ও সমৃদ্ধি লাভ হয় ।
আরও পড়ুন:- দুবাইতে স্থায়ীভাবে বসবাস অনেকটাই সহজ হয়ে গেল! কি সুবিধা ঘোষণা করল UAE সরকার ? জানুন
গুরু পূর্ণিমায় পূর্ণ আচার-অনুষ্ঠানের সাথে দেবী লক্ষ্মী এবং শ্রী হরি বিষ্ণুর উপাসনা করলে অর্থ সম্পর্কিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বলে জানান জ্যোতিষী । একই সঙ্গে গুরু পূর্ণিমার কিছু প্রতিকারও আপনার ভাগ্য উল্টে দিতে পারে ।
গুরু পূর্ণিমা
গুরুপূর্ণিমার দিন লক্ষী ও নারায়নের পুজো করলে সংসারে অর্থের প্রাপ্তি হয় ৷ সন্ধ্যের সময় ঘি এর প্রদীপ জ্বালান ৷ বাড়িতে সুখ-শান্তির জন্য গুরু পূর্ণিমার দিন বাড়ির উত্তর-পূর্ব কোণে একটি ঘি-এর প্রদীপ জ্বালিয়ে রাখা ভালো । এই প্রদীপে সামান্য হলুদ মিশিয়ে দিন । এতে বাড়ির সুখ শান্তি বজায় রাখতে সাহায্য় করে ৷
গুরু পূর্ণিমার দিন সোনা ও রৌপ্য কেনা শুভ বলে মনে করা হয় । দেবী লক্ষ্মীর অসীম কৃপা পেতে এবং বাড়ির সুখ ও সমৃদ্ধি বাড়াতে যদি পারেন গুরু পূর্ণিমার দিন সোনা বা রুপো কিনতে পারেন । এতে আপনার টাকা পয়সার অভাব হবে না ৷
(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এরজন্য Bangla News Dunia কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন ৷)
আরও পড়ুন:- পোষা কুকুর বা বিড়াল আঁচড়ালেও কি ইনজেকশন নিতে হবে ? জেনে রাখা জরুরি